নবদম্পতিকে আশীর্বাদ করে গেলেন কনের স্বর্গীয় পিতা!

নবদম্পতিকে আশীর্বাদ করে গেলেন কনের স্বর্গীয় পিতা!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১১ ফেব্রুয়ারী, ২০২২

কোথায় পৌঁছতে পারে বেজ্ঞানিক চিন্তাভাবনা তার প্রমাণ মিলল তামিলনাড়ুতে।
প্রথা মেনেই তামিলনাড়ুর শিবালিঙ্গপুরমে যুগলের বিয়ের অনুষ্ঠানটি সম্পন্ন হয়। কিন্তু কোভিডের বিধিনিষেধের কারণে সেখানে বেশি মানুষকে আমন্ত্রণ জানানো যায়নি। আর সেই কারণেই প্ল্যান বি হিসেবে একটি ভার্চুয়াল রিসেপশনের পরিকল্পনা করেন যুগলে, যেখানে ৬০০০ মানুষ নিমন্ত্রিত ছিলেন। এই অনুষ্ঠানকে বলা হচ্ছে এশিয়ার প্রথম মেটাভার্স ওয়েডিং রিসেপশন।
ও তাঁর স্বর্গীয় পিতা।
চার হাত এক হল দীনেশ এসপি ও জগননন্দিনী রামাস্বামীর। আর তাঁদের বিয়ের রিসেপশন অনুষ্ঠানটি হল মেটাভার্সে (Metaverse), হ্যারি পটারের হগওয়ার্টস থিমে। ৬ ফেব্রুয়ারি সেই মেটাভার্স বৌভাত অনুষ্ঠানে (Metaverse Wedding Reception) স্বর্গ থেকে এসে নবদম্পতিকে আশীর্বাদ করে গেলেন কনের স্বর্গীয় পিতা! প্রথা মেনেই তামিলনাড়ুর (Tamil Nadu) শিবালিঙ্গপুরমে যুগলের বিয়ের অনুষ্ঠানটি সম্পন্ন হয়। কিন্তু কোভিডের বিধিনিষেধের কারণে সেখানে বেশি মানুষকে আমন্ত্রণ জানানো যায়নি। আর সেই কারণেই প্ল্যান বি হিসেবে একটি ভার্চুয়াল রিসেপশনের পরিকল্পনা করেন যুগলে, যেখানে ৬০০০ মানুষ নিমন্ত্রিত ছিলেন। এই অনুষ্ঠানকে বলা হচ্ছে, এশিয়ার প্রথম মেটাভার্স ওয়েডিং রিসেপশন।
সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস-এর কাছে বর দীনেশ জানিয়েছেন যে, সবকিছু ঠিকঠাক পরিকল্পনামাফিকই হয়েছে এবং সকলে খুব খুশিও ছিলেন।