নাসার ঐতিহাসিক মুহুর্ত

নাসার ঐতিহাসিক মুহুর্ত

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১ অক্টোবর, ২০২১

সোমবার, ৬ সেপ্টেম্বর নাসা ঘোষণা করল, তাদের পাঠানো পারসেভারেন্স রোভার মঙ্গলের পাথর সংগ্রহের কাজ সম্পূর্ণ করল। যে গর্তটি থেকে পাথর সংগ্রহ করেছে রোভার তার নাম জিজেরো। গর্তটি ছিল একটি আগ্নেয়গিরির মুখ। পাথর সংগ্রহ করে সেটি একটি এয়ার-টাইট টাইটেনিয়ামের টিউবের মধ্যে সংরক্ষণ করে ফেলা হয়েছে। নাসার অন্যতম শীর্ষ কর্তা বিল নেলসন একটি বিবৃতি দিয়েছেন। বলছেন, “নাসা আরও একটি ইতিহাস সৃষ্টি করল। পারসেভারেন্স রোভার এবং তার দলকে অভিনন্দন এই অবিশ্বাস্য আবিষ্কারের জন্য।” প্রথমবার চাঁদে পা রাখার সঙ্গে তুলনা করা হচ্ছে এই কাজকে। নাসার আর এক শীর্ষ কর্তা থমাস জারবাখেন জানিয়েছেন, এবার নাসার অত্যাধুনিক বৈজ্ঞানিক যন্ত্রের সহায়তায় মঙ্গল সম্পর্কে অনেক অজানা তথ্য আবিষ্কার করা যাবে। রোভারের তরফে বিজ্ঞানী কেন ফার্লেও উচ্ছ্বসিত। বলেছেন, “প্রথম স্যাম্পল সংগ্রহ করাটা বিশাল এক প্রাপ্তি। ১ সেপ্টেম্বর থেকে রোভার শুরু করেছিল পাথর সংগ্রহ করার চেষ্টা।” ফার্লে এ-ও জানিয়েছেন, জিজেরো গহ্বর থেকে যেটুকু পাথর তোলা গিয়েছে তাতে মঙ্গলের সম্পূর্ণ গল্পটা হয়ত জানা যাবে না। তাও প্রাচীনকাল থেকে ধরে মঙ্গল কীভাবে বিবর্তিত হয়ে আজকের চেহারায় এসেছে তার অনেকটা জানা যেতে পারে। ফার্লের মতে জিজেরো গহ্বরে মঙ্গলের অনেক গল্প লুকিয়ে আছে। অদূর ভবিষ্যতে আরও অনেকবার মঙ্গলে যেতে হবে সম্পূর্ণ কাহিনীটা জানার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 15 =