নিয়মিত মাস্ক পরার ব্যবহার শুরু ১৯৪৫-এর পরই!

নিয়মিত মাস্ক পরার ব্যবহার শুরু ১৯৪৫-এর পরই!

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌।
Posted on ১৩ আগষ্ট, ২০২২

করোনা মহামারীর সৌজন্যে গত দু’বছর ধরে মানুষকে যে নিয়মিত, কিছুটা বাধ্যতামূলকভাবে সংক্রমণের প্রতিরোধে মুখে মাস্ক পরতে দেখা যাওয়াটা প্রথম নয়। এর শুরু ১৯৪৫-এর পরই! এক দেশের মানুষকে নিয়মিত মাস্ক পরতে হত সেই সময়। দেশটা ছিল জাপান। আর সময়টা ছিল হিরোশিমায় পরমাণু বোমা বিস্ফোরণের পরবর্তীকাল। ১৯৪৫ সালে ঘটল বিস্ফোরণ। তার তিন বছর পরেও জাপানের মানুষকে মুখে মাস্ক লাগিয়েই ঘরের বাইরে বেরোতে হত। তার কারণ কোনো ভাইরাস নয়। আসলে তিন বছর আগে যে নৃশংস বিস্ফোরণ ঘটেছিল, তার ধাক্কয় তখনও ধোঁয়ায় ঢাকা থাকত হিরোশিমা! পরমাণু বিস্ফোরণ থেকে সৃষ্ট ধোঁয়া। কিন্তু মাস্কে তাকে আটকাতে পারার কথা নয়। কিন্তু এর থেকে বেশি কিছু তখনকার চিকিৎসকরা ভাবতে পারেননি। হিরোশিমা বিস্ফোরণে এক মুহুর্তে অন্তত ২০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। কিন্তু এই পরিসংখ্যান দিয়ে হয়তো তার তীব্রতা কিছুই বোঝা যায় না। কারণ তার প্রভাব ছিল মূলত মানুষের জিনে। আর সেই প্রভাব চলেছে প্রজন্মের পর প্রজন্ম। বিস্ফোরণের ফলে যেমন অনেকে বিকলাঙ্গ হয়ে পড়েছেন। তেমনই আবার পরবর্তী প্রজন্মে অনেকে জন্মেছেন বিকলাঙ্গ অবস্থায়। কারোর দৃষ্টিশক্তি নেই তো কারোর চামড়ার স্তর ক্রমশ ক্ষয়ে গিয়েছে। ইতিহাস তাঁদের মনে রেখেছে হিবাকুশা নামে।