নৃত্যের সাথে যুক্ত ব্যক্তিরা বেশি আবেগ নিয়ন্ত্রণে সক্ষম

নৃত্যের সাথে যুক্ত ব্যক্তিরা বেশি আবেগ নিয়ন্ত্রণে সক্ষম

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৯ জুন, ২০২৪

নানা শিল্পকলা নাচ, গান, আঁকা মানুষের মননশীলতা, সৃজনশীল প্রকৃতি গড়ে তুলতে পারে। কিন্তু তারা ব্যক্তি মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপরও ছাপ ফেলতে পারে। জার্মানির ফ্রাঙ্কফুর্ট অ্যাম মেইনের ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর এম্পিরিক্যাল অ্যাসথেটিক্স (এমপিআইইএ) এর গবেষকদের নেতৃত্বে একটি গবেষণায় দেখা গেছে যে অপেশাদার এবং পেশাদার নৃত্যশিল্পী উভয়ই নাচ না করা লোকদের তুলনায় স্নায়বিকভাবে স্থিত, তারা খোলামেলা মনোভাবাপন্ন বহির্মুখী স্বভাবের অধিকারী হয়। এই সমীক্ষার ফলাফল পার্সোনালিটি অ্যান্ড ইন্ডিভিজুয়াল ডিফারেন্স জার্নালে সম্প্রতি প্রকাশিত হয়েছে। এমপিআইইএ -এর গবেষকরা সুইডেনের ৫৪৩৫ জন এবং জার্মানির ৫৭৪ জনের তথ্য বিশ্লেষণ করে, তাদের পাঁচটি ব্যক্তিত্বের বৈশিষ্ট্য দেখেছিলেন, কোনো কিছুর প্রতি উন্মুক্ত মানসিকতা, বিবেকবোধ, প্রাণোচ্ছল সামাজিকতা, সহযোগিতামূলক মনোভাব এবং নিউরোটিসিজম বা নেতিবাচক আবেগ নিয়ন্ত্রণ। গবেষকরা বলেছেন তাদের কাজের এক অনন্য বৈশিষ্ট্য হল দুটো আলাদা দেশ থেকে নেওয়া বৃহৎ নমুনার আকার, আগে এই ধরনের অন্যান্য গবেষণার ক্ষেত্রে নমুনার মাপ অনেক ছোটো ছিল। সুইডেনের গবেষকরা বিদ্যমান তথ্যভাণ্ডার থেকে নানা সৃজনাত্মক কাজের সাথে যুক্ত ও নৃত্যের সাথে যুক্ত মানুষের তথ্য নিয়েছেন। জার্মানির গবেষকরা তথ্যের জন্য নৃত্য প্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইন সমীক্ষা করেছিলেন।
আগে গবেষণায় পাওয়া গিয়েছিল সঙ্গীতশিল্পীরা, যারা সংগীতশিল্পী নন তাদের তুলনায় অন্যদের প্রতি বেশি সহযোগিতা দেখান ও তাদের মানসিকতা উন্মুক্ত। বর্তমান গবেষণায়, যারা নৃত্যশিল্পী তাদের ক্ষেত্রেও একই ফলাফল পাওয়া গেছে। কিন্তু গবেষকরা দুটি দলের মধ্যে একটা আকর্ষণীয় পার্থক্যও খুঁজে পেয়েছেন: সঙ্গীতশিল্পীদের তুলনায়, বা যারা নাচ করেন না তাদের তুলনায় নৃত্যশিল্পীদের স্নায়বিক স্থিতি বেশি। অর্থাৎ তারা নিজের আবেগের বহিঃপ্রকাশ নিয়ন্ত্রণ অন্যদের তুলনায় ভালোভাবে করতে পারেন। সাধারণত, নৃত্যশিল্পী ও সঙ্গীতশিল্পী উভয়ের ব্যক্তিত্বে উচ্চ মাত্রার বহিঃপ্রকাশ দেখা যায়। এর কারণ হতে পারে যে নাচ এবং গান করার সময় তাদের অভিব্যক্তি প্রকাশের মাধ্যম হল তাদের শরীর। যে শিল্পীরা যন্ত্রের মাধ্যমে নিজেকে প্রকাশ করেন, তার তুলনায় সঙ্গীতশিল্পী ও নৃত্যশিল্পীদের প্রকাশভঙ্গী, অভিব্যক্তি বেশি। গবেষণায় এমপিআইইএ -এর প্রধান লেখক জুলিয়া এফ. ক্রিস্টেনসেন বলেছেন এই বিষয় নিয়ে আরও অন্বেষণ করার জন্য আরও গভীর তদন্তের প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + four =