নোরোভাইরাসের হানা কেরলে

নোরোভাইরাসের হানা কেরলে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৭ জুন, ২০২২

এ বার নোরোভাইরাসের হানা ভারতে। কেরলের তিরুঅনন্তপুরমে দুই শিশুর শরীরে খোঁজ মিলেছে এই ভাইরাসের। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, জল ও খাবার থেকেই এই সংক্রমণ ছড়িয়ে পড়ছে। কেরলের স্বাস্থ্যমন্ত্রী, বীণা জর্জ বলেন, ‘‘দুই শিশুই এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে। এখনই আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। এই মুহূর্তে সকলের সতর্ক থাকা প্রয়োজন। যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে চলতে হবে।’’ প্রশাসনের তরফে জানানো হয়েছে, ৪ জুন ভিঝিনজামের এলএমএসএলপি নামক প্রাথমিক স্কুলের বেশ কিছু ছাত্র অসুস্থ হয়ে পড়ে। প্রথমে মনে করা হয়, মিড ডে মিলের খাবারে বিষক্রিয়া হয়েই এমনটা হয়।পরে পড়ুয়াদের রক্তের নমুনা সরকারি ল্যাবে পাঠানো হলে দু’জনের শরীরে নোরোভাইরাসের হদিস মেলে।