নয়া পদ্ধতিতে তৈরি হল কোভিডের টীকা

নয়া পদ্ধতিতে তৈরি হল কোভিডের টীকা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩০ মার্চ, ২০২২

আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সে প্রকাশিত গবেষণার মাধ্যমে জানা গিয়েছে অভিনব পদ্ধতিতে তৈরি হল কোভিডের টীকা। ক্ষুদ্রাতিক্ষুদ্র কণা বা ন্যানো পার্টিকলের সহায়তায় তৈরি হওয়া এই টীকা শুধু কোভিড নয়, অন্য যে কোনও ধরণের ব্যাকটিরিয়া এবং ভাইরাসের সংক্রমণের প্রতিরোধ করতে এই টীকা অব্যর্থভাবে কাজ করবে বলে জানিয়েছে আমেরিকার নর্থ-ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়, শিকাগো বিশ্ববিদ্যালয় এবং ওরিগন ন্যাশনাল ল্যাবরেটরির এই যৌথ গবেষণা। গবেষকঅ্যা দেখিয়েছেন, ন্যানো পার্টিকলের সহায়তায় টীকা তৈরি করতে পারলেই মানবদেহের প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে তোলা যাবে। এবং সেটা এক পর্বেই সম্পন্ন হবে। যে অ্যান্টিবডি তৈরি করছে ন্যানো পার্টিকলের সহায়তায় তৈরি টীকা, সেটা এতটাই শক্তিশালী হবে যে কোভিড-সহ অন্যান্য ভাইরাসজনিত সংক্রমণকেও অনেকদিন পর্যন্ত রুখে দেওয়া যাচ্ছে। ইঁদুরের ওপর পরীক্ষা করে ১০০ শতাংশ সফল হয়েছেন গবেষকরা। এই পদ্ধতিতে বানানো টীকার নাম দেওয়া হয়েছে এসএনএ টীকা।