নয়া স্টিকার দেখতে পাবে শরীরের ভেতরকার অঙ্গের কী অবস্থা

নয়া স্টিকার দেখতে পাবে শরীরের ভেতরকার অঙ্গের কী অবস্থা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৯ অক্টোবর, ২০২২

আকারে স্ট্যাম্পের মতো। আলট্রাসাউন্ডের গুণসম্পন্ন ছোট্ট স্টিকার হৃদপিণ্ড, ফুসফুস আর অন্যান্য অভ্যন্তরীণ অঙ্গের স্পষ্ট ছবি তুলতে পারবে। এমনই আশা সেই ইঞ্জিনিয়ারদের যারা অত্যাধুনিক স্টিকার তৈরি করলেন।
বর্তমানে আলট্রাসাউন্ড ইমেজিং করতে বড়ো বড়ো বিশেষ যন্ত্রপাতির দরকার পড়ে। কিন্তু ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজির একদল প্রযুক্তিবিদ ব্যান্ড এডের মতো এই কেরামতি আবিষ্কার করলেন। কিছু স্বেচ্চাসেবকের উপর প্রয়োগ করে দেখা গেছে রক্তবাহী শিরা উপশিরা ধমনীর কিংবা আরও গভীরে অবস্থিত হৃদপিণ্ড, ফুসফুস বা পাকস্থলির স্পষ্ট ছবি দিতে পারছে এই বিশেষ স্টিকার।
চটজলদি প্রয়োগ করার মতোই এই প্রযুক্তি। এমনকি কোনও ব্যবস্থাপকের প্রয়োজন পড়বে না। কেবল মনিটারের সাথে যুক্ত করলেই হবে।
কিন্তু গবেষকরা স্টিকারকে আরও উন্নত করতে চান যাতে তার ছাড়াই কাজ করতে পারে এটা। মুখ্য গবেষক জুয়াংহে ঝাও বলছেন, শরীরের কয়েকটা জায়গায় এই স্টিকার লাগিয়ে যদি স্মার্টফোনের সাথে সংযোগস্থাপন করা যায়, তাহলে ফোনের অ্যাপ্লিকেশনের মাধ্যমেই ইচ্ছেমতো বিচার বিশ্লেষণ করা যাবে অভ্যন্তরীণ অঙ্গের ছবিগুলো।