পরিবেশ বাঁচাতে তামিলনাড়ু সরকারের পদক্ষেপ

পরিবেশ বাঁচাতে তামিলনাড়ু সরকারের পদক্ষেপ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৭ ফেব্রুয়ারী, ২০২২

পশ্চিমঘাট পর্বতমালার গায়ে, পেরিয়ার সংরক্ষিত ব্যাঘ্র অরণ্য ও মাথিকেত্তন শোলা জাতীয় উদ্যানের কাছেই থেনি জেলার বোদি ওয়েস্ট হিলসে ভারত সরকার বসানোর চেষ্টা করছে নিউট্রিনো অবজারভেটরি। বিজ্ঞান গবেষণার উন্নয়নের জন্য। সুপ্রিম কোর্টে গিয়ে তার বিরুদ্ধে আবেদন করল তামিলনাড়ু সরকার। নিউট্রিনো অবজারভেটরি বসানো হলে তার পরিধি কেরল এবং তামিলনাড়ু, দুটো প্রদেশেই বিস্তৃত থাকবে। স্থানীয় পরিবেশবিদদের আন্দোলনে সাড়া দিয়েই তামিলনাড়ু সরকারের সুপ্রিম কোর্টে যাওয়া। তাদের বক্তব্য এই অবজারভেটরি বসানো হলে পেরিয়ার সংরক্ষিত ব্যাঘ্র অরণ্যের এবং তার পাশে থাকা জাতীয় উদ্যানের উদ্ভিদ ও বিভিন্ন প্রজাতির প্রাণীর অপরিসীম ক্ষতি হয়ে যাবে।
আশ্চর্যের বিষয়, পরিবেশ বাঁচাতে তামিলনাড়ু সরকারের লড়াইয়ের পাশাপাশি, এই প্রকল্পে আপত্তি নেই বলে চিঠি দিয়েছে স্বয়ং পেরিয়ারের জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কমিটি! একইসঙ্গে কেরলও জানিয়েছে প্রকল্প বাস্তবায়িত হলে তাদের আপত্তি নেই! প্রকল্প বাস্তবায়িত হলে বোদি পাহাড়ের এক হাজার মিটার ভেতর থেকে ডিনামাইট দিয়ে ভাঙার কাজ করা হবে। তার সঙ্গে অবজারভেটরি নির্মাণের জন্য কংক্রিটের জঙ্গল তৈরি হবে। বাঘেরা বাঁচবে কি না সেটা সময়ই বলবে শেষ পর্যন্ত।