পরিবেশ বাঁচাতে বাইডেন সরকারের ১ কোটি

পরিবেশ বাঁচাতে বাইডেন সরকারের ১ কোটি

বিজ্ঞানভাষ
Posted on ৯ ফেব্রুয়ারী, ২০২২

মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান সরকার দেশের পরিবেশ ও দূষণ বাঁচাতে ১ কোটি ৩৩ লক্ষ ৮১ হাজার টাকা অনুমোদন করল। দেশের পরিবেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশ জুড়ে শুরু হবে পশুপালন, চাষবাষ এবং ব্যপকভাবে বৃক্ষরোপণের মাধ্যমে জঙ্গল তৈরির কাজ। বাইডেন সরকারের এই পদক্ষেপ মূলত বিশ্ব উষ্ণায়নের জন্য সৃষ্টি হওয়া জলবায়ুর চরম পরিবর্তনকে প্রতিরোধ করার জন্য। পরিবেশমন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, ২০৩০-এর মধ্যে দেশের গ্রিনহাউস গ্যাস নির্গমনকে অর্ধেক করা এবং ২০৫০-এর মধ্যে দেশের আবহাওয়ায় কার্বনের নিঃসরণ শূন্য শতাংশে নামিয়ে আনার জন্যই এই উদ্যোগ। পরিবেশমন্ত্রকের সচিব টম ভিলস্যাক জানিয়েছেন, চাষবাষের ওপর বেশি জোর দেওয়া হবে যাতে সেখানেই সবচেয়ে বেশি পরিমাণে কার্বন শুষে নেওয়া যায়। এছাড়াও, রিনুয়েবল শক্তির সহায়তায় উৎপাদিত খাদ্যদ্রব্যের চাহিদাও ক্রমশ বাড়বে বলে আশা ভিলস্যাকের।