পরিবেশ বান্ধব যান চান ভারতীয় ক্রেতারা

পরিবেশ বান্ধব যান চান ভারতীয় ক্রেতারা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৬ ফেব্রুয়ারী, ২০২২

ভারতীয় মোটোর চালিত যান ব্যাবহারকারী ক্রেতাদের মধ্যে পেট্রোল- ডিজেলের বিকল্প জ্বালানি যুক্ত গাড়ি কেনার আকাঙ্খা বাড়ছে। সম্প্রতি ‘ডেলোটি’ র (Deloitte) সমীক্ষায় উঠে এসেছে এমন চমকপ্রদ তথ্য। জানা যাচ্ছে ভারতীয় ক্রেতাদের মধ্যে পেট্রোল- ডিজেল চালিত যান কেনার প্রবণতাই কমে যাচ্ছে। পরিবর্তে প্রায় পাঁচ ভাগের দু ভাগের বেশি ক্রেতা বিকল্প জ্বালানির গাড়ি কিনতে চাইছেন। অবশ্য এর জন্যে তারা অতিরিক্ত মূল্য দিতে প্রস্তুত নন। ডেলোইটি- র গ্লোবাল অটোমোটিভ কনজিউমার স্টাডির তথ্য অনুযায়ী, সম্পূর্ণ বৈদ্যুতিক যানবাহনের বদলে হাইব্রিড এবং সিএনজি চালিত গাড়ি বেশি পছন্দ ক্রেতাদের। সমীক্ষায় অংশ নেওয়া হাজার জন ভারতীয়ের মধ্যে ৫% ইলেকট্রিক গাড়ি কিনতে ইচ্ছে প্রকাশ করেছেন। যা গত বছরের তুলনায় চার শতাংশ বেশি। সমীক্ষায় দেখা গেছে জলবায়ু পরিবর্তনের কথা ভেবেই এই বিপুল সংখ্যক ক্রেতা সম্পূর্ণ বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কিনতে উৎসাহ দেখিয়েছেন। ডেলোইট ইন্ডিয়ার পার্টনার এবং অটোমটিভ লিডার রাজীব সিং বলেন, উল্লেখযোগ্য বিষয় হলো, পেট্রোল ডিজেল চালিত যানবাহনের বদলে বিকল্প গাড়ির খোঁজ করছেন এমন মানুষের সংখ্যা বাড়ছে।

গতবছর পরিবেশবান্ধব যানবাহন কিনতে আগ্রহী ক্রেতার শতকরা হার ছিল ৩২ শতাংশ। এবছর বেড়ে তা দাঁড়িয়েছে ৪২ শতাংশ। তবে ভারতে পেট্রোল ডিজেলের পরিবর্তে সি এন জি হাইব্রিড এবং ইলেকট্রিক গাড়িগুলির দাম তুলনামূলক প্রায় ১ লক্ষ টাকা অব্ধি বেশি। মুশকিলের হলো বিকল্প জ্বালানি পছন্দ করা অধিকাংশ ক্রেতাই এই অতিরিক্ত অর্থ খরচ করতে রাজি নন।