পরিবেশ সূচকের তালিকায় সকলের শেষে ভারত

পরিবেশ সূচকের তালিকায় সকলের শেষে ভারত

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৮ জুন, ২০২২

২০২২-এর এনভায়র্নমেন্ট ইন্ডেক্স পারফরম্যান্স (ইপিআই) রিপোর্ট প্রকাশিত হয়েছে। এই রিপোর্ট জানায় কোন দেশ কত পরিমাণে তার পরিবেশের স্বাস্থ্য রক্ষা করতে পেরেছে একটা বছরে। ১৮০টি দেশ সেই অনুযায়ী স্কোর অর্জন করেছে। ভারতের স্কোর ১৮.৯! তালিকায় শেষতম, ১৮০! পাকিস্তান, বাংলাদেশ, ভিয়েতনাম, এমনকী মায়ানমারেরও নীচে ভারতের পরিবেশের স্বাস্থ্য রক্ষার স্কোর! ইপিআই স্কোরে ভারত ২০২০-তে পেয়েছিল ১৬৮ তম স্থান। তার স্কোর ছিল ২৭.৬। এই তালিকায় প্রথম স্থান ডেনমার্কের। তারপর তালিকায় রয়েছে ইংল্যান্ড, ফিনল্যান্ড, মালটা আর সুইডেন।

এই স্কোর অর্জনের কয়েকটি মাপকাঠি রেখেছে ইপিআই। যেমন, বায়োডাইভার্সিটি রক্ষা, সংরক্ষিত এলাকার পরিমাণ, বায়ু দূষণের কোয়ালিটি, আবহাওয়া নিয়ন্ত্রণে ব্যবস্থা, ইকোসিস্টেম কতটা বজায় রাখা গিয়েছে, গ্রিনহাউস গ্যাস নির্গমন কতটা কমানোর চেষ্টা করা হয়েছে, বর্জ্য পদার্থের ম্যানেজমেন্ট ইত্যাদি। প্রত্যেকটি ক্যাটেগরিতেই পিছিয়ে ভারত। ইপিআইয়ের তরফে জানানো হয়েছে, এই রিপোর্ট আসলে বলে দেয় একটা দেশ অর্থনৈতিকভাবে কতটা সমৃদ্ধ। সমৃদ্ধ হলে তবেই সেই দেশের পক্ষে সম্ভব প্রকৃতি আর পরিবেশ উন্নয়নে আর্থিক বিনিয়োগ করা সম্ভব