পরিবেশবিজ্ঞানী উইল স্টিফেনের দেহাবসান

পরিবেশবিজ্ঞানী উইল স্টিফেনের দেহাবসান

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌।
Posted on ৮ ফেব্রুয়ারী, ২০২৩

পরিবেশ গবেষক অধ্যাপক উইল স্টিফেন। পরিবেশ আন্দোলনের অন্যতম মুখও বটে। সবচেয়ে প্রভাবশালী আর গুরুত্বপূর্ণ জলবায়ু বিশেষজ্ঞদের মধ্যে একজন প্রধান বলে গণ্য হতেন তিনি। গত ২৯শে জানুয়ারি ওনার মৃত্যু ঘটেছে।
উইল স্টিফেনের জন্ম ১৯৪৭ সালে। বিদ্যেবুদ্ধি আর দায়িত্বপালনের তালিকাটা দীর্ঘ। জলবায়ু পরিবর্তন সম্পর্কে আন্তঃরাষ্ট্রীয় পরিষদের প্রতিবেদন লিখেছেন তিনি। ক্লাইমেট কাউন্সিল অফ অস্ট্রেলিয়ার প্রধান হিসেবে দায়িত্ব সামলেছেন। ২০০৪ সাল অবধি আন্তর্জাতিক জিওস্ফিয়ার-বায়োস্ফিয়ার প্রোগ্রামের কার্যনির্বাহী আধিকারিক ছিলেন।
স্বভাবতই গোটা দুনিয়ার বিজ্ঞানীমহল, পরিবেশ আন্দোলনের সংস্থাগুলো গভীরভাবে শোকাহত। গ্লোবাল কার্বন প্রজেক্টের মুখ্য আধিকারিক ডঃ জোসেফ ক্যানাডেল টুইটারে লিখেছেন, উইল স্টিফেনের মৃত্যুতে ভীষণভাবে দুঃখিত, শোক প্রকাশের ভাষা নেই।
অস্ট্রেলিয়ার পরিবেশ দপ্তরের যুক্তরাষ্ট্রীয় মন্ত্রী ক্রিস বোয়েন জানিয়েছেন, জলবায়ু পরিবর্তন ঠেকাতে অধ্যাপক স্টিফেনের মতো দৃঢ়প্রতিজ্ঞ আর কর্তব্যে অবিচল মানুষ খুঁজে পাওয়া ভার। উনি একজন প্রথম সারির বিজ্ঞানী ছিলেন। পাশাপাশি ওনার বাগ্মিতার প্রশংসা না করলে অপরাধ হবে। শুধু অস্ট্রেলিয়াতেই নয়, সারা বিশ্ব জুড়ে বহু পরিবেশ সচেতন মানুষজন একজন প্রকৃত অভিভাবক হারালেন।