পরের দিকে বর্ষা ‘খামখেয়ালি’ আচরণ করবে

পরের দিকে বর্ষা ‘খামখেয়ালি’ আচরণ করবে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৭ এপ্রিল, ২০২২

এবছরের বর্ষা শুরুতে স্বাভাবিকভাবেই আসবে ভারতে। কিন্তু একটি আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা, স্কাইমেট জানিয়েছে, সময় যত গড়াবে বর্ষার আচরণ ভীষণ ‘খামখেয়ালি’ হয়ে উঠবে। স্কাইমেটের পূর্বাভাষ, জুন এবং জুলাইয়ে বর্ষার ভারতে স্বাভাবিক থাকবে, যেরকম গত কয়েকবছর হয়েছে। কিন্তু তারপর, অগষ্ট বা সেপ্টেম্বরে বর্ষার আচরণ আগে থেকে বোঝা কঠিন হয়ে পড়বে জানিয়েছে স্কাইমেট। যেমন কেরল, কর্নাটকে জুলাই-অগষ্টে বৃষ্টি খুব কম হতে পারে। আবার পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের মত রাজ্যে বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হতে পারে। স্কাইমেটের আবহাওয়া দফতরের বিশেষজ্ঞদের বক্তব্য, গতবছর বিশ্বজুড়ে বর্ষার যে খামখেয়ালিপনা দেখা গিয়েছিল সেটা ‘না নিনা’-র জন্য। এবছর সেই অস্থিরতা কমেছে বলেই শুরুতে বর্ষার আচরণ স্বাভাবিক থাকবে বলছেন আবহাওয়াবিদরা। তারই প্রতিফলনে সেপ্টেম্বরে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে।