পিছিয়ে গেল পারমাণবিক সংযোজন শক্তি প্রকল্প

পিছিয়ে গেল পারমাণবিক সংযোজন শক্তি প্রকল্প

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১০ জানুয়ারী, ২০২৩

বেশ কয়েক সপ্তাহ আগেও মার্কিন বিজ্ঞানীরা উৎসাহে ফুটছিলেন। নিউক্লীয় ফিউশান বিক্রিয়ায় ইপ্সিত শক্তির লক্ষ্যে তাঁরা পৌঁছে গিয়েছিলেন। গোটা পৃথিবীতেই সেটা মাইলফলকের মতো ছিল। কিন্তু বিলম্ব হতে পারে কয়েকটা বছর। এমনটাই জানাচ্ছে সংবাদ সংস্থা এপিএফ।
‘দ্য ইন্টারন্যাশানাল থার্মোনিউক্লিয়ার এক্সপেরিমেন্টাল রিঅ্যাক্টর’ নামের লম্বাচওড়া প্রকল্পের উদ্দেশ্য বেশিমাত্রায় সংযোজন শক্তি উৎপাদন করা। যাতে কার্বন-মুক্ত জ্বালানী ও শক্তির ব্যবহার অবিলম্বে চালু করা যায়। দক্ষিণ ফ্রান্সে একটা এলাকায় এই উদ্যোগ প্রথম শুরু হয়েছিল কয়েক দশক আগেই। কিন্তু যান্ত্রিক প্রতিকূলতা আর ব্যয়বাহুল্যের কারণে বারবার পণ্ড হয়েছে।
খুব গরম প্লাজমার মধ্যে হালকা পরমাণুর নিউক্লাইকে জোর করে জুড়লে অল্প পরিমাণ ভর রূপান্তরিত হয়ে বিপুল পরিমাণে শক্তি সৃষ্টি করে। টোকাম্যাক নামের প্রকোষ্ঠে শক্তিশালী চৌম্বকক্ষেত্রের মধ্যে বিক্রিয়াটা ঘটানো হয়। সমুদ্রের জল বিশ্লেষণ করে তা থেকে হাইড্রোজেনের (সবচেয়ে হালকা মৌল) কয়েকটা আইসোটোপকে যুক্ত করলে পদ্ধতিটা নিরাপদ হয়।
ইন্টারন্যাশানাল থার্মোনিউক্লিয়ার এক্সপেরিমেন্টাল রিঅ্যাক্টর বা সংক্ষেপে আইটিইআর প্রকল্পের প্রাথমিক লক্ষ্য ছিল ২০২৫ সালের মধ্যে প্রয়োজনীয় প্লাজমা তৈরি করে ফেলা। কিন্তু সংস্থার সাধারণ অধিকর্তা পিয়েত্রো বারাবাসি জানালেন পিছিয়ে দিতেই হবে এই কর্মসূচি। উনি গত সেপ্টেম্বর মাসে প্রধান পদে নির্বাচিত হন। ২০২৫ সালের মধ্যে প্লাজমা তৈরির লক্ষ্যটা প্রথম থেকেই অবাস্তব ছিল বলে ওনার মত। তারপরে দুটো সমস্যাও ধরা পড়েছে। এগুলো ঠিক করতে কিছু সপ্তাহ বা কয়েক মাস নয় বরং কটা বছর কেটে যাবে।