পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার বিপজ্জনক

পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার বিপজ্জনক

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২২ মার্চ, ২০২২

পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের তৈরি সামগ্রী অনেক বেশি বিষাক্ত‌। সাম্প্রতিক একটি গবেষণা এই উদ্বেগজনক খবর দিয়েছে। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা ‘জার্নাল অব হ্যাজার্ডাস মেটিরিয়ালস’-এ। শুক্রবার। এই গবেষণার ফলাফল পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল তৈরির পদ্ধতির দিকে প্রশ্ন ছুড়ে দিল, সঙ্গত ভাবেই। অন্তত তেমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। ব্রুনেই বিশ্ববিদ্যালয় লন্ডনের বিজ্ঞানীদের গবেষণায় দেখা গিয়েছে, প্লাস্টিকের বোতল থেকে দেড়শোটিরও বেশি বিষাক্ত রাসায়নিক যৌগ মেশে তার ভিতরে থাকা জল-সহ নানা ধরনের পানীয়ে। তার মধ্যে অন্তত ১৮টি রাসায়নিক যৌগ এমন পরিমাণে থাকে যা কোনও দেশের কোনও কানুনেরই পরোয়া করে না।
নতুনই হোক বা পুরনো পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল সবই তৈরি হয় মূলত বিশেষ ধরনের একটি পদার্থ দিয়ে। যার নাম— ‘পলিইথিলিন টেরেফথ্যালেট (পিইটি)’। সংক্ষেপে যাকে ‘পেট’ বলা হয়। নতুন বোতলে থাকে শুধু পেট। আর পুনর্ব্যবহারযোগ্য বোতল তৈরি হয় রিসাইক্‌লড্‌ পেট দিয়ে।