পুরুলিয়ায় জোড়া চিতাবাঘ!

পুরুলিয়ায় জোড়া চিতাবাঘ!

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ৮ জুলাই, ২০২২

এ বার জোড়া চিতা বাঘের ছবি ধরা পড়লো বন দফতরের ট্র্যাপ ক্যামেরায়। এমনই কাণ্ড ঘটেছে পুরুলিয়ার কোটশিলার সিমনি বিটের জাবর পাহাড়ের জঙ্গলে। চলতি বছরের ফেব্রুয়ারি ও এপ্রিল মাসে সেখানে একটি চিতাবাঘের ছবি ধরা পড়েছিল। বন দফতর সূত্রে জানা গিয়েছে, গত ২৭ জুন রাত ২টো নাগাদ বন দফতরের বসানো ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ে একটি পুরুষ চিতা বাঘ। এবং তার দু’দিন পরেই গত ২৯ জুন ভোর পাঁচটা নাগাদ একটি মাদি চিতা বাঘের ছবিও ধরা পড়ে ক্যামেরা ট্রাপিংয়ে। এই বিষয়ে প্রতিক্রিয়া নিতে পুরুলিয়া বিভাগীয় বনাধিকারিক (ডিএফও) দেবাশিস শর্মাকে একাধিক বার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। যদিও বন দফতরের বসানো ক্যামেরাতে জোড়া দুটি চিতাবাঘের ছবি ধরা পড়ায় খুশি জেলার পশুপ্রেমীরা। অরণ্য ভবন সূত্রের খবর, গত তিন বছরে ওই জঙ্গল অনেকটাই ঘন হয়েছে। বেড়েছে তৃণভোজী প্রাণীর সংখ্যা। তারই সুফল মিলছে। নিশ্চিন্তে এই জঙ্গলে ঘোরা ফেরা করছে বন্য জীবেহা।