পৃথিবীকে উদিত হতে দেখা গেল!

পৃথিবীকে উদিত হতে দেখা গেল!

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌
Posted on ৮ জানুয়ারী, ২০২৩

সূর্য যেমন ওঠে সকালবেলা, তেমনই উঠতে দেখা গেল পৃথিবীকে। দেখল কে? দক্ষিণ কোরিয়া থেকে চাঁদের কক্ষপথে পাঠানো একটা অরবিটার। নাম – দানুরি। ২০২২ সালের মাঝামাঝি প্রতিস্থাপিত ঐ মহাকাশযান থেকে সদ্যই এসেছে পৃথিবীর ‘উদীয়মান’ আলোকচিত্র।
ছবিগুলো সাদাকালো হলেও খুবই স্পষ্ট। কিন্তু আরও মজার হচ্ছে অরবিটারের নাম। কোরীয় ‘চাঁদ’ আর ‘উপভোগ’ দুটো শব্দ জুড়ে তৈরি হয়েছে দানুরি শব্দটা (বাংলা ব্যাকরণে ‘জোড়কলম’ শব্দ যেভাবে হয়)।
ক্যামেরার নাম ছিল ‘লুনার টেরেন ইমেজার’। গত ২৪শে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারির মধ্যে ছবিগুলো তোলা হয়েছে উচ্চমানের ঐ ক্যামেরায়। গত বছরের অগাস্ট মাসে ফ্যালকন-৯ নামের উৎক্ষেপণযানের সাহায্যে দানুরিকে পাঠানো হয়। সেটা চাঁদের চারপাশে নির্দিষ্ট কক্ষপথে ডিসেম্বরে প্রবেশ করেছিল। এমন মহাকাশযান দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে এই প্রথমবার। তোলা ছবিগুলো থেকেই সে দেশের বিজ্ঞানীরা ঠিক করবেন চাঁদের মাটিতে ঠিক কোথায় অবতরণ করবে দানুরি।
দানুরির সাথে লাগানো রয়েছে ম্যাগনেটোমিটার, তা দিয়ে চাঁদের চৌম্বক শক্তি মাপা হবে। একটা গামা-রে স্পেক্টোমিটার আছে। চাঁদের বিভিন্ন জায়গায় রাসায়নিক পরিস্থিতি কেমন সেটা নির্ধারণ করা যাবে।
এই অভিযানের মধ্যে দিয়ে দক্ষিণ কোরিয়া মহাকাশ গবেষণায় অভিজাত ক্লাবে ঢুকে পড়ল। কয়েকটা মার্কিন স্যাটেলাইট, চীনের ছাঙ্গ’ই-৫ আর ভারতের চন্দ্রযান-২ কেবল রয়েছে সেই তালিকায়।