পৃথিবীর কাঠামো পাল্টাতে এখনও কেরামতি চালাচ্ছে মহাকর্ষ

পৃথিবীর কাঠামো পাল্টাতে এখনও কেরামতি চালাচ্ছে মহাকর্ষ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৭ অক্টোবর, ২০২২

সব গ্রহের মতোই, পৃথিবীও মহাকর্ষের কারসাজিতেই তৈরি হয়েছিল। অল্প অল্প করে ধুলো আর পাথর জমতে জমতে যথেষ্ট পরিমাণ পদার্থ জমাট বেঁধে আমাদের সাধের এই ভূগোলক সৃষ্টি হয়েছে। কিন্তু এখনও, অনেক গভীর থেকে মহাকর্ষের কেরামতি অব্যহত। এখনও পাল্টাচ্ছে পৃথিবীর উপরিতল।
কল্পনা করতে কষ্ট হলেও বিজ্ঞানীদের দাবী এখনও ফুরিয়ে যায়নি মহাকর্ষের কাজ। মাটি থেকে অনেক নীচে নানান গঠনের উপর মহাকর্ষের প্রভাব এখনও জারি রয়েছে। ফলে পৃথিবীর উপরিতল এখনও বদলে যাচ্ছে। ক্রাস্টের উপর চ্যুতিরেখা বরাবর কাজ করে মহাকর্ষীয় টান অথবা মহাকর্ষের ঠ্যালা। বড়ো বড়ো পার্বত্য বলয় ভেঙে পড়ছে। মাটির নীচে ২৪ কিলোমিটার গভীর গর্ভ থেকে এমন সব পাথরের চাঁই উঠে আসছে, যা আগে কখনও হয়নি। এগুলোকে ভূগোলের ভাষায় বলে মেটামর্ফিক কোর কমপ্লেক্স।
ক্রাস্টাল রুট তৈরি হয় সেসব জায়গায় যেখানে পাতলা পাত সৃষ্টি হয়ে আছে পর্বতশ্রেণির নীচে। তাপের দ্বারা আর ভূগর্ভস্থ তরলের প্রবাহের জন্যে সেসব পাথর গলতে থাকে। ফলে শক্তিশালী পাহাড়ের নীচের মাটি একেবারেই ভঙ্গুর অবস্থায় থাকে। তাই যেকোনো সময় ভেঙে পড়তে পারে উঁচু উঁচু পর্বত।
গবেষকদের মতে, এই হঠাৎ করে ভেঙে পড়ার ঘটনা গোটাটাই নিয়ন্ত্রিত হয় মহাকর্ষের দ্বারা। বিভিন্ন ঘনত্বের স্তরের মহাকর্ষীয় আকর্ষণ বল বিভিন্ন তীব্রতায় কাজ করে। ফলে উপরে থাকা ক্রাস্ট আর তার সীমানায় ম্যান্টেল মোটেই স্থায়ী বা সুস্থির নয়।
গবেষণাপত্রটা প্রকাশিত হয়েছে নেচার কমিউনিকেশান পত্রিকায়।