পৃথিবীর নিরুপম পাখিরা সব বিলুপ্তির পথে

পৃথিবীর নিরুপম পাখিরা সব বিলুপ্তির পথে

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌
Posted on ১৬ মার্চ, ২০২৩

যে পাখিরা অতুলনীয়, একেবারেই আলাদা তারাই সবচেয়ে বিপদগ্রস্ত। ইম্পেরিয়াল কলেজ লন্ডনের বিজ্ঞানীরা নতুন এক গবেষণাপত্রে তেমনটাই জানালেন। এই বিশেষ প্রজাতিগুলো যদি না থাকে, বাস্তুতন্ত্রে তাদের বিশিষ্ট অবস্থানও হারিয়ে যাবে।
ব্রিটিশ ইকোলজিকাল সোসাইটির তরফ থেকে ফাংশানাল ইকোলজি নামের জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণার ফলাফল।
তালিকায় রয়েছে – দ্য ক্রিস্টমাস ফ্রিজেট বার্ড যারা কেবলমাত্র ক্রিস্টমাস দ্বীপেই বাচ্চার জন্ম দেয়। দ্য ব্রিস্টল-থাইড কার্লিউ। এই পাখিরা প্রত্যেক বছর আলাস্কায় ডিম পাড়ার নির্দিষ্ট অঞ্চল থেকে সাউথ প্যাসিফিক দ্বীপের দিকে উড়ে যায়। এই দুটো প্রজাতি কিন্তু শারীরবৃত্তীয় দৃষ্টিকোণ থেকে একেবারেই আলাদা। আবার এদের অস্তিত্ব সংকটেও রয়েছে।
মুখ্য গবেষক ছিলেন জেরম আলি, যিনি গবেষণা শেষ করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনে। বর্তমানে উনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ছাত্র। পাখিদের বংশবৃক্ষ থেকে এইসব বিরল আর অনন্য প্রজাতির পাখিদের একটা বড়ো অংশ বাদ পড়তে চলেছে। তাতে সামগ্রিকভাবে পাখিদের বৈচিত্র্য কমবে বইকি। তার চেয়েও বড়ো বিপদটা বাস্তুতন্ত্রের। কারণ ঐ হারিয়ে যাওয়া পাখিগুলো নিজের নিজের অঞ্চলের বাস্তুতন্ত্রে স্বতন্ত্র ভূমিকা পালন করত।