পৃথিবীর পাশ দিয়ে যাওয়া ধূমকেতু মারা যাচ্ছে!

পৃথিবীর পাশ দিয়ে যাওয়া ধূমকেতু মারা যাচ্ছে!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৮ মার্চ, ২০২২

পৃথিবীর কাছ দিয়ে চলে যাওয়া সাম্প্রতিককালে উজ্জ্বলতম ধূমকেতু ছিল লিওনার্দ। ২০২১-এ সে পৃথিবীর আকাশ দিয়ে চলে গিয়েছিল। জ্যোর্তিবিজ্ঞানী গ্রেগরি লিওনার্দ এই ধূমকেতু আবিষ্কার করেছিলেন বলে তার নামেই এর নামকরণ। সেই ধূমকেতু এবার বিলুপ্ত হয়ে যাচ্ছে! ধুলিকণায় রূপান্তরিত হয়ে যাচ্ছে। ২০২১-এ পৃথিবীর আকাশ দিয়ে চলে যাওয়ার পর এবছরের জানুয়ারিতে লিওনার্দ প্রবেশ করেছিল সুর্যের কক্ষপথে। তাতেই তার অকালমৃত্যু হচ্ছে বলে জ্যোর্তিবিজ্ঞানীদের বক্তব্য। জ্যোর্তিবিজ্ঞানীদের পর্যবেক্ষণ সুর্যের প্রবল তাপমাত্রা এবং ঔজ্জ্বল্যে এই ধূমকেতুর সমস্ত নিউক্লিয়াস ভেঙে গুঁড়িয়ে যাচ্ছে এবং সে ধীরে ধীরে ধূলিকণায় রূপান্তরিত হয়ে যাচ্ছে। গ্রেগরি লিওনার্দ জানিয়েছেন, তাও এই ধূমকেতুর অবশিষ্টাংশ দেখা যায় দক্ষিণ গোলার্ধের ভোরের আকাশে। গ্রেগরি জানিয়েছেন, লিওনার্দকে দেখতে এখন একটা লেজের মত হয়ে গিয়েছে। যার মধ্যে রয়েছে আয়ন জাতীয় বর্জ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − seven =