পৃথিবীর বৃহত্তম ফুল বাঁচানোর লড়াই

পৃথিবীর বৃহত্তম ফুল বাঁচানোর লড়াই

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৮ ফেব্রুয়ারী, ২০২২

মূল, কাণ্ড, পাতা বলে কিছুই নেই। গাছ বলতে একটি ফুল। এক একটি ফুলের ব্যাস প্রায় ৩ ফুট! তার ওজন ২০ পাউন্ড! পৃথিবীর বৃহত্তম ফুল র্যা ফ্লেসিয়া। কিন্তু তার অস্তিত্ব বিপন্ন। ক্রমশ হারিয়ে যাচ্ছে এই ফুল। এই ফুল কেউ সংরক্ষণ করতে চায় না। তার অন্যতম কারণ এই ফুলের দুর্গন্ধ। ফুল ফোটার আগেই দুর্গন্ধ বেরোতে থাকে। আরও এক প্রতিবন্ধকতা এই ফুল বাঁচিয়ে রাখার যে, র্যা ফ্লেসিয়ার আয়ু থাকে মাত্র সপ্তাহ খানেক। একই সময়ে একটি অঞ্চলে একটিই র্যাইফ্লেসিয়া দম্পতি বাঁচতে পারে। তারপরও ইন্দোনেশিয়ার বোগোর বোটানিক্যাল গার্ডেনের গবেষক সোফি মুরসিদাওয়াতি একা লড়াই করছেন পৃথিবীর বৃহত্তম এই ফুলকে বাঁচিয়ে রাখার। শুধু ইন্দোনেশিয়া, সুমাত্রা এবং বোর্নিও দ্বীপপুঞ্জে দেখা যায় এই ফুল। ২০০৪ থেকে র্যা ফ্লেসিয়া সংরক্ষণের কাজ করছেন এই মহিলা গবেষক। প্রথম সাফল্য পেয়েছিলেন পাঁচ বছর পর। পরিণত বয়সে পৌঁছনোর আগেই র্যা ফ্লেসিয়ার অকাল প্রয়াণ কিছুটা হলেও কমাতে পেরেছেন সোফি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + nine =