পেটের পালকে বাচাদের জন্য জল আনে যে পাখি!

পেটের পালকে বাচাদের জন্য জল আনে যে পাখি!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৫ মে, ২০২২

পাখির নাম স্যান্ডগ্রাউস। মূলত শুষ্ক ও রুক্ষ এলাকাতেই তাদের বাস। মজার বিষয়, বড় হয়ে যাওয়ার পর নিজেরা অনেকদিন পর্যন্ত জল না খেয়ে থাকতে পারে। কিন্তু বাচ্চা স্যান্ডগ্রাউসরা সেটা পারে না। তাই স্যান্ডগ্রাউস প্রজাতির পাখিরা তাদের ছানাকে বড় করে তুলতে প্রচুর পরিশ্রম করে। পরিশ্রমের অন্যতম অভিনব দিক, পেটের পালকে করে দূর দূরান্ত থেকে ছানার জন্য খাওয়ার জল আনা।
সারা পৃথিবীতে স্যান্ডগ্রাউস পাখির ১৬ রকম প্রজাতির খোঁজ পাওয়া যায়। তার মধ্যে ছয়-সাত রকম প্রজাতি পাওয়া যায় ভারতেই। বাকিরা ছড়িয়ে ছিটিয়ে থাকে বিশ্বের নানা প্রান্তে। তিব্বত, মঙ্গোলিয়া এমনকী, লাদাখেও স্যান্ডগ্রাউস পাখি রয়েছে। ভারত এবং পাকিস্তান লাগোয়া সমস্ত শুষ্ক এলাকায় স্যান্ডগ্রাউসদের বাস। এটি মূলত পায়রা,ঘুঘু জাতীয় পাখি। প্রকৃতির সঙ্গে মানানসই এই পাখির গড়ন। মরু প্রদেশে, কিংবা রুক্ষ পাথুরে প্রান্তরে ডিম পাড়ে স্যান্ডগ্রাউস। সেই ডিম কাঠফাটা রোদ্দুরে পুড়তে থাকে। তখনই, দূর যাত্রায় ডানা মেলতে হয় বাবা স্যান্ডগ্রাউসদের। দূরে কোথাও জল রয়েছে ঠিক, ওরা তা জানে। এই জাতীয় পাখিদের পেটের পালক বেশ ভারি। সেই পালক ভিজিয়ে তাতে করে জল তারা তুলে আনে ছানাদের জন্য। কখনও কখনও ডিম ঠান্ডা করার জন্যেও জল আনে তারা। ছানাদের শুকিয়ে ওঠা গলায় সেই পালক দিয়েই জলের ছিটে দেয় স্যান্ডগ্রাউস। পুরুষ পাখি গুলিই সাধারণত জলের জন্য দূরের আকাশে পাড়ি দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =