প্রথমবার সিউডোকোমায় থাকা রোগী কথা বললেন!

প্রথমবার সিউডোকোমায় থাকা রোগী কথা বললেন!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৯ মার্চ, ২০২২

বিশ্ব প্রথমবার এই ঘটনা ঘটল। প্রায় অসাড় হয়ে যাওয়া এক রোগী তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেন! বিশেষ এক প্রযুক্তির সহায়তায়। নেচার কমিউনিকেশনসে প্রকাশিত সাম্প্রতিক এক নজরকাড়া গবেষণা থেকে জনা গিয়েছে এই ঘটনার কথা। গবেষকরা জানিয়েছিলেন ৩৪ বয়সী ওই রোগীর শরীর অনেকদিন ধরেই প্রায় অসাড় হয়ে গিয়েছিল। কথা বলা দূর অস্ত, চোখের পাতা ফেলেও নিজের অনুভূতি প্রকাশ করতে পারছিলেন না। চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় রোগীর এই অবস্থাকে বলে সিউডোকোমা। পুরোপুরি কোমায় চলে যাওয়ার ঠিক আগের অবস্থা। সিউডোকোমায় থাকা রোগীর মস্তিষ্কে দুটি মাইক্রোচিপ বসিয়েই অসাধ্যসাধন করেছেন গবেষকরা। ই দুটি মাইক্রোচিপের সহায়তায় রোগী তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পেরেছেন। জানাতে পেরেছেন তার মনের কথা। সিউডোকোমা এমন একটি অবস্থা যার প্রাথমিক পর্যায়ে রোগীর হাঁটা, কথা বলা বন্ধ হয়ে যায় কিন্তু সেই রোগীর দৃষ্টিশক্তি, শ্রবণশক্তি, অনুভূতি প্রকাশের ক্ষমতা, স্বাদ ও গন্ধ পাওয়ার ক্ষমতা-সবই থাকে। তবে ধীরে ধীরে সেই ক্ষমতাগুলোও লোপ পেয়ে যায়। গবেষকরা দেখেছেন মাইক্রোচিপের সহায়তায় সিউডোকোমায় থাকা রোগী কোনও বর্ণ শুনে এক মিনিট সময় নিচ্ছেন কিন্তু তার উত্তরগুলো নির্ভুল হচ্ছে। সুইৎজারল্যান্ড এবং জার্মানির তাবিনজেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এই অসাধ্যসাধন করেছেন।