প্রাচীন কঙ্কালের খুলিতে ধাতুর পাত

প্রাচীন কঙ্কালের খুলিতে ধাতুর পাত

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৯ জানুয়ারী, ২০২২

দু’হাজার বছরের পুরনো এক যোদ্ধার কঙ্কাল আবিষ্কৃত হয়েছে গত বছর। যার মাথার খুলিতে বসানো রয়েছে ধাতুর একটি পাত! বিজ্ঞানীদের ধারণা, কঙ্কালটি কোনও পেরুভিয়ান যোদ্ধার। হয়ত কোনও যুদ্ধের সময় তার মাথায় আঘাত লেগেছিল। তারপর তার চিকিৎসা হয়েছিল এবং সেখানেই অস্ত্রোপচার করে ধাতুর এই পাতটি বসানো হয়েছে বলে বিশেষজ্ঞদের মনে হচ্ছে। সম্প্রতি মাথার খুলিটি জনসমক্ষে আনার জন্য রাখা হয়েছে ওকলাহোমার মিউজিয়াম অফ অস্টিওলজিতে। ২ হাজার বছর আগের এই অস্ত্রোপচারের নিদর্শন দেখে বিজ্ঞানীদের মনে হচ্ছে সেই সময় শল্যচিকিৎসা খুবই উন্নত ছিল। বিজ্ঞানীদের আরও দাবি, পাতটি আগে থেকেই তৈরি করা হয়েছিল। সেই সময় যুদ্ধক্ষেত্রেও উপস্থিত থাকতেন শল্যচিকিৎসকরা। না হলে এভাবে মাথার একটি নির্দিষ্ট অংশে নিখুঁতভাবে ওই পাত বসানো কঠিন ছিল। তবে পাতটিতে কোন ধরণের ধাতু ব্যবহার করা হয়েছে সেটা বিশেষজ্ঞরা এখনও বুঝতে পারেননি।