প্রাচীন ফলকগুলো যদি ধর্মীয় চিহ্ন না হয়ে বাচ্চাদের তৈরি খেলনা হয়?

প্রাচীন ফলকগুলো যদি ধর্মীয় চিহ্ন না হয়ে বাচ্চাদের তৈরি খেলনা হয়?

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌
Posted on ৫ ডিসেম্বর, ২০২২

আজ থেকে ৫৫০০-৪৭৫০ বছর আগে, তাম্রযুগের কালের নানান ফলক পাওয়া গেছে। হাতের তালুর মাপের প্যাঁচার মতো ফলকগুলো আসলে কোন উদ্দেশ্যে তৈরি সেটা এখনও রহস্যই আছে। প্রত্নতত্ত্ববিদেরা এতদিন আন্দাজ করতেন ঐসব ফলকের হয়তো ধর্মীয় বা প্রথাগত গুরুত্ব থেকে থাকবে বা।
কিন্তু একদল স্পেনীয় গবেষক সম্পূর্ণ অন্যরকমের একটা প্রস্তাব রেখেছেন। সায়েন্টিফিক রিপোর্টস পত্রিকায় প্রকাশিত ঐ গবেষণাপত্রে দাবি করা হয়েছে তাম্রযুগের ফলক আর এখনকার বাচ্চাদের প্যাঁচা আঁকার মধ্যে যথেষ্ট মিল আছে। এগুলো কি তাহলে সেই যুগের শিশুদের খেলনার জিনিস ছিল?
স্প্যানিশ ন্যাশানাল রিসার্চ কাউন্সিলের বিবর্তনবাদী বাস্তুতন্ত্র বিভাগের অধ্যাপক ডঃ জুয়ান নেগ্রো ছিলেন মুখ্য গবেষক। ওনার মতে, যে নকশাগুলো ব্যবহার করা হত সেগুলো বেশ সহজসরল। এই কারণেই মনে হয় কাঠ বা তামার ফলকের উপর খোদাইয়ের কাজটা বাচ্চাদেরই হয়তো ছিল।
ইতিপূর্বে এই ফলকের তত্ত্বতালাশ করেছেন যেসব গবেষক, তাঁরা ফলক তৈরির পদ্ধতিটা হুবহু নকল করার কায়দাটাও রপ্ত করেছিলেন। তাঁদের মতে, একটা নিখুঁত সম্পূর্ণ ফলক তৈরিতে মোটামুটি তিন থেকে সাড়ে তিনঘণ্টা সময় লাগে – যেটা প্রাচীন খোদাই শিল্পের নিরিখে খুবই কম সময়।
ডঃ নেগ্রো বলছেন, আজকের দিনে দাঁড়িয়ে বেশিরভাগ প্রত্নবিদ কিন্তু মনে করেন ফলকগুলো মৃতদেহ সৎকারের প্রথায় উর্বরতার মূর্তি হিসেবে ব্যবহৃত হত। কিন্তু তাঁদের চোখে পড়ে না কিছু ফলকে প্যাঁচার আকৃতি অনুসৃত হয়েছে।