প্রাচীনতম পায়ের ছাপ

প্রাচীনতম পায়ের ছাপ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৭ সেপ্টেম্বর, ২০২১

উত্তর আমেরিকার মেক্সিকোর হোয়াইট স্যান্ড ন্যাশানাল পার্কে প্রত্নতত্ত্ববিদরা খুঁজে পেলেন মানুষের প্রাচীনতম পায়ের ছাপ। মার্কিন জিওলজিকাল সার্ভে, বার্ণমাউথ বিশ্ববিদ্যালয়, অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়, কর্নেল বিশ্ববিদ্যালয় এবং হোয়াইট স্যান্ড ন্যাশানাল পার্কের বিশেষজ্ঞদের যৌথ উদ্যোগে গবেষণাটি পরিচালিত হয়। হোয়াইট স্যান্ড পার্কের মধ্যে মাটির স্তরে প্রোথিত হয়ে ছিল প্রায় ডজন খানেক শিশু ও কিশোর বয়স্কদের পায়ের ছাপ। মার্কিন প্রত্নতাত্ত্বিকদের পরীক্ষা অনুযায়ী যা প্রায় ২১ হাজার থেকে ২৩ হাজার বছর প্রাচীন৷ এতদিন জানা ছিল প্রাচীনতম পায়ের ছাপ ১১ থেকে ১৩ হাজার বছরের প্রাচীন। ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ববিদ এবং রেডিওকার্বন ডেটিং এক্সপার্ট টম হিগহাম জানান, নতুন তথ্যপ্রমাণ খুবই বিশ্বাসযোগ্য এবং চমকেরও বটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 17 =