প্লাস্টিক দূষণ বন্ধে উৎপাদনেই লাগাম দেওয়ার ডাক বিজ্ঞানীদের

প্লাস্টিক দূষণ বন্ধে উৎপাদনেই লাগাম দেওয়ার ডাক বিজ্ঞানীদের

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌
Posted on ২০ নভেম্বর, ২০২২

বছরেই শুরুতেই প্লাস্টিক দূষণে দাঁড়ি টানতে আন্তর্জাতিক চুক্তি সেরে নিয়েছিল জাতিসংঘ। বিভিন্ন দেশের সরকারের সাথে আলাপ আলোচনার উদ্যোগ শুরু হয়েছে মে মাসের ৩০ তারিখ থেকেই। বায়ুমণ্ডল, মৃত্তিকা, নদী ও সাগরে প্লাস্টিক বর্জ্যের দূষণে কীভাবে রাশ টানা যায়, তারই নানান পদক্ষেপ নিয়ে জোর বিতর্ক ঘনিয়ে উঠেছে ইতিমধ্যেই।
এতদিনে যে পরিমাণে প্লাস্টিক তৈরি হয়ে রয়েছে, তার ভার বা ধার কোনটাই পৃথিবী আর বহন করতে সক্ষম নয়। সায়েন্স জার্নালে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা সমবেত হয়ে একটা চিঠি পাঠিয়েছেন। প্লাস্টিক দূষণের ঝামেলাকে তারা গোড়া থেকেই নির্মূল করতে চান। উৎপাদনে নিয়ন্ত্রণ, কাটছাঁট বা সম্ভব হলে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করে সমস্যাটাকে সামলানো সম্ভব বলেই ওনারা মনে করছেন।
রিসাইকেল করাই যথেষ্ট নয় আর। প্লাস্টিক বর্জ্য রাসায়নিকভাবে শোধন করে আবার ব্যবহারের উপযুক্ত করে তুললেও সমস্যা কমবে না। সেক্ষেত্রেও বছরে ১৭ মিলিয়ন টনের বেশি বর্জ্য পরিবেশে মিশবেই, এমনই বলছেন জার্মান আলফ্রেড ওয়েগনার ইন্সিটিউটের শ্রীমতী মেলানি বার্গম্যান। সায়েন্স পত্রিকায় পাঠানো চিঠিটার সূত্রধর উনিই। তিনি উদ্বিগ্ন, প্লাস্টিক উৎপাদন যদি এখুনি বন্ধ না হয় তাহলে দূষণ ঠেকানোর কাজ হয়ে উঠবে সুদূরপরাহত।