প্লাস্টিক ব্যবহার করায় ১২ দিনে ৬ লক্ষ টাকা

প্লাস্টিক ব্যবহার করায় ১২ দিনে ৬ লক্ষ টাকা

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌।
Posted on ১৬ জুলাই, ২০২২

কড়া প্লাস্টিক-বিধি জারি হয়েছে দেশে। জুলাই মাসের শুরু থেকে সে সব নিয়ম মানতে বলে নানা ভাবে বার্তা গিয়েছে নাগরিকদের কাছে। সেই সঙ্গে বিভিন্ন বড় শহরে প্রশাসনের তরফ থেকে নতুন ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তও হয়েছে। নয়া প্লাস্টিক-বিধি যাতে সব শহরে মানা হয়, সে দিকে বেশ কড়া ভাবে নজর দিচ্ছে প্রশাসন। বেঙ্গালুরু শহরে সে দায়িত্ব পেয়েছে ব্রুহট বেঙ্গালুরু মহানগর পালিকে (বিবিএমপি)। জুলাইয়ের ১ তারিখ থেকে নিষিদ্ধ হয়েছে প্লাস্টিকের ব্যবহার। প্রথম ১২ দিনেই নিয়ম ভাঙার কারণে সে শহরে ৯৯০টি অভিযোগ দায়ের হয়েছে। জরিমানা বাবদ আদায় হয়েছে ৫,৯৭,৮০০ টাকা।