ফুল নাকি জাদু লণ্ঠন? ৩০ বছর পর দেখা মিলল

ফুল নাকি জাদু লণ্ঠন? ৩০ বছর পর দেখা মিলল

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৯ মার্চ, ২০২৩

থিসমিয়া – জাপানের একটা অপার্থিব ফুল। স্থানীয় নামের মানে জাদু লণ্ঠন, দেখতেও খানিকটা তেমনই। এই প্রজাতির ফুল নতুন করে তিরিশ বছর পর আবিষ্কার করলেন গবেষকরা। স্বাভাবিকের চেয়ে সবুজ পাতা আর সালোকসংশ্লেষের বহরটা এই গাছের ক্ষেত্রে একটু বেশিই।
বেশিরভাগ সময়েই থিসমিয়া থাকে মাটির নিচে। যখন লন্ঠনের মতো ফুল ধরে গাছে, তখনই বর্ষার মরশুমে মাটি ফুঁড়ে উপরে উঠে আসে। অনেক সময় মাশরুম বলে ভুল হয়।
জাপানের কোবে শহরে ১৯৯২ সালে এই ফুলের একটা বিশেষ জাদুময় প্রজাতি প্রথম আবিষ্কৃত হয়েছিল। বিজ্ঞানসম্মত নাম – থিসমিয়া কোবেন্সিস। কিন্তু এই চমৎকার ফুলের অন্য কোনও প্রজাতি আর খুঁজে পাওয়া যায়নি। কোবেন্সিস যে অঞ্চলে ফুটত, সেটা নির্মাণক্ষেত্রের চাপে নষ্ট হয়ে যায়। তখন থেকেই ধরে নেওয়া হয় যে থিসমিয়া বিলুপ্তপ্রায়।
তিন দশক পর তিরিশ কিলোমিটার দূরে, সান্ডা শহরে সম্প্রতি আবার খুঁজে পাওয়া গেল এই প্রজাতির। বিজ্ঞানীরা এখন এই বিশিষ্ট গোত্রের ফুলের বিবর্তনের ইতিহাস নিয়ে পড়েছেন। জাপানে কীভাবে এই ফুলের প্রজাতি জন্ম নিলো সেটাও একটা বড়ো প্রশ্ন।
ফাইটোট্যাক্সা নামক পত্রিকায় গবেষণার খবরটা বেরিয়েছে।