ফুল সৃষ্টি কীভাবে হয়?

ফুল সৃষ্টি কীভাবে হয়?

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌
Posted on ১৭ মার্চ, ২০২৩

কীভাবে ফুলের জন্ম হয়? ২৫ বছর ধরে এর সন্ধান চলেছে, তার উত্তরে জানা গেছে, ফুল গঠনের জন্য UFO প্রোটিন ও LEAFY বিশেষ ভূমিকা নেয়। UFO প্রোটিন নিজের সঙ্গীকে ধ্বংস করে করে ফেলে, কিন্তু LEAFY প্রোটিনের সাথে মিলে এটা ফুলের জন্ম দেয়। LEAFY বা LFY হল এক ধরনের উদ্ভিদের জিন যা কিছু এক জাতীয় কোশ তৈরি করে, যে কোশগুলো মেরিস্টেম নামে পরিচিত, সে কোশ থেকে নতুন পাতার পরিবর্তে ফুল সৃষ্টি হয়।
বিজ্ঞানীরা জানতেন LEAFY কোশের ক্রোমোজমের নির্দিষ্ট অংশের সাথে যুক্ত হয়ে ফুলের কুঁড়ি সৃষ্টি করে, এই কাজে তাকে UFO প্রোটিন সাহায্য করে। বর্তমান গবেষণায় দেখা গেছে, UFO -এর মাধ্যমে LEAFY ক্রোমোজমে প্রবেশ করতে পারে, কিন্তু, দুটো উপাদানের মধ্যে একটা অনুপস্থিত থাকলে, ক্রোমোজমে প্রবেশ সম্ভব হয় না। দুটো উপাদান একসাথে যুক্ত হয়ে কুঁড়ি, পাপড়ি, পুংকেশর সৃষ্টি করে।
উদ্ভিদ জেনেটিক্স পরীক্ষণ, বায়ো-ইনফর্মেটিক্স অ্যানালিসিস, প্রোটিন – ইমেজিং (ক্রায়ো-ইলেকট্রন মাইক্রোস্কোপি) -এর মাধ্যমে বিজ্ঞানীরা উদ্ভিদের এই পদ্ধতি চাক্ষুষ করতে পেরেছেন। LEAFY-UFO জোট কীভাবে ধান, স্ন্যাপড্রাগন, পিটুনিয়া, জারবেরা – তে কাজ করে তার সম্বন্ধে গবেষণা এখনও বাকি।