ফুলগাছে সার দিলে দূরে পালায় মৌমাছিরা

ফুলগাছে সার দিলে দূরে পালায় মৌমাছিরা

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌
Posted on ১০ নভেম্বর, ২০২২

মৌমাছিরা কেমনভাবে দেখে ফুলকে, সেটা একেবারেই বদলে যেতে পারে সারের প্রয়োগে। তাতে পরাগমিলনে ছেদ পড়ে, এমনই অদ্ভুত তথ্য উঠে আসছে নতুন এক গবেষণা থেকে।
আসলে ফুলের চারিদিকে একটা হালকা তড়িৎক্ষেত্র তৈরি হয়ে থাকে। আর তাতেই পরিচিত হয়ে ফুলের প্রতি আকৃষ্ট হয় মৌমাছিরা। পিএনএএস নেক্সাস পত্রিকায় প্রকাশিত গবেষণাপত্র বলছে, রাসায়নিক সারের ব্যবহারের ফলে সেই তড়িৎক্ষেত্রের চরিত্র পাল্টে যায়। এই পরিবর্তন ব্যাপক প্রভাব ফেলে মৌমাছিদের উপরে।
বাতাসে সঞ্চরণের সময় মৌমাছিদের দেহে ধনাত্মক তড়িৎ আধান সৃষ্টি হয়। অপরদিকে ফুলের চারপাশে ঋণাত্মক তড়িৎক্ষেত্র তৈরি হয়েই থাকে। ফুলের কাছাকাছি এলেই মৌমাছিদের ছোট্ট দেহ সেই বিপরীত তড়িৎ আধান অনুভব করতে পারে। তখন ফুলগুলো তাদের কাছে চুম্বকের মতো হয়ে ওঠে।
গবেষণায় দেখা যাচ্ছে, রাসায়নিক সারের প্রয়োগে ফুলের রঙ বা গন্ধের কোনও পরিবর্তন ঘটে না। কিন্তু ফুলের চারপাশে তড়িৎক্ষেত্রের মান আর গতিশীলতা পাল্টে যেতে থাকে। ফলে মৌমাছির কাছে ফুলের চরিত্র বদলে যায় পুরোপুরি, পাল্টে যায় ফুলের প্রতি মৌমাছির অনুভূতিও। এমনটাই বলছেন মুখ্য গবেষক ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের এলার্ড হান্টিং।
হাতেকলমে পরীক্ষা করে দেখেছেন গবেষকরা। সার প্রয়োগের পর ফুলের চারিদিকে তড়িৎক্ষেত্র যেমন হয়, কৃত্রিমভাবে তেমনই পরিস্থিতি তৈরি করা হয়েছিল নির্দিষ্ট একটা ফুলের চারপাশে। দেখা গেছে, মৌমাছিরা সেই ফুল এড়িয়ে চলছে। হান্টিং বলছেন, এই পরিবর্তন বুঝতে পারলে একটা মৌমাছি তাদের গোটা ঝাঁককে এই বার্তা পৌঁছে দেয় যে এই ফুলে আর বসা হবে না। অন্য ফুলের দিকে যেতে হবে!