ফুসফুসের মারণ সংক্রমণ সারাতে পারে মানুকা মধু

ফুসফুসের মারণ সংক্রমণ সারাতে পারে মানুকা মধু

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৩ সেপ্টেম্বর, ২০২২

একটা বহুপ্রচলিত ওষুধের সাথে মানুকা মধু মিশিয়ে চিকিৎসা করলে সারতে পারে ফুসফুসের ভয়াবহ এক রোগ। অ্যাস্টন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা নয়া পদ্ধতি আবিষ্কার করেছেন। দেখা গেছে এই উপায়ে পার্শ্বপ্রতিক্রিয়া কম হচ্ছে।

গবেষণাপত্রটা প্রকাশিত হয়েছে মাইক্রোবায়োলজি নামের পত্রিকায়। অ্যামাইকেসিনের সাথে প্রাকৃতিক মানুকা মধু মিশিয়ে মাইকোব্যাকটেরিয়াম অ্যাবসেসেস নামক ফুসফুসের মারাত্মক এক রোগের চিকিৎসা সম্ভব। বিশেষ এই মধুর ঔষধি গুনাগুণ আগেই জানা ছিল কিন্তু ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকারিতা প্রমাণিত হয়েছে কিছুদিন আগে। অ্যান্টিবায়োটিক প্রয়োগেও নষ্ট হয় না এমন জীবাণুর সাথেও লড়তে পারে এই মধু।

মাইকোব্যাকটেরিয়াম অ্যাবসেসেস – ফুসফুসের এই সংক্রমণের সম্ভাবনা তাদেরই বেশি যারা ইতিমধ্যেই সিস্টিক ফাইব্রোসিস বা ব্রংকাইটিসের মতো সমস্যায় ভুগছেন। এই রোগে প্রায় কোনও চলতি ওষুধই কাজ করে না। কিন্তু অ্যাস্টন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, অ্যামাইকেসিনের সাথে মানুকা মধু মিশিয়ে চিকিৎসা চালালে আটগুণ বেশি কাজ করে ঐ ওষুধটা। ওষুধের খারাপ প্রভাবও কম পড়ে রোগীর শরীরে।