ফের ট্যুরিস্টদের মহাকাশ ভ্রমণে পাঠাল বেজোসের সংস্থা

ফের ট্যুরিস্টদের মহাকাশ ভ্রমণে পাঠাল বেজোসের সংস্থা

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ৩১ জুলাই, ২০২২

মার্কিন ধনকুবের জেফ বেজোসের প্রচেষ্টায় স্পেস ট্যুরিজম দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে। আর এক ধনকুবের এলন মাস্কের স্পেস এক্সে’র মতোই বেজোসের সংস্থা ব্লু অরিজিনও পিছিয়ে নেই মহাকাশ পর্যটনে। এর আগে তারা চারবার ট্যুরিস্টদের মহাকাশ থেকে ঘুরিয়ে এনেছে। সম্প্রতি পঞ্চম মহাকাশযানটিও সফল ভাবে উৎক্ষেপণ করল এই সংস্থা। জানা গিয়েছে, নয়া অভিযানে শামিল হয়েছেন মোট ছয় জন। এবছর এই নিয়ে তৃতীয় মহাকাশ অভিযান সফল করল ব্লু অরিজিন। সারা পৃথিবীর নিরিখে মহাকাশে এটি ২২ নম্বর বাণিজ্যিক উড়ান। জানা গিয়েছে, এই অভিযানে ব্যবহৃত হয়েছে একটি রকেট ও একটি ক্যাপসুল। এই দু’টিই পুনর্ব্যবহারযোগ্য। এই অভিযানে শামিল হয়েছেন ইজিপ্ট ও পর্তুগালের দুই ব্যক্তি। পাশাপাশি ব্রিটিশ-মার্কিন পর্বতারোহী ভেনেসা ও’ব্রায়ানও রয়েছেন। তিনিই বিশ্বের প্রথম মহিলা যিনি চূড়ান্ত প্রতিকূল পরিস্থিতিতে ডাঙা, সমুদ্র ও মহাকাশে কাটানোর কৃতিত্ব অর্জন করেছেন।
জানা গিয়েছে, এই অভিযানে বেশ কিছুটা সময় ভারশূন্য অবস্থার সাক্ষী হবেন অভিযাত্রীরা। তাঁদের যান ভূপৃষ্ঠ স্পর্শ করার ঠিক আগেই এই পরিস্থিতির সৃষ্টি হবে। নিঃসন্দেহে সেই অভিজ্ঞতা হবে ওই অভিযাত্রীদের অন্যতম সেরা অভিজ্ঞতা। কয়েক বছর আগেও মহাকাশ অভিযানের ক্ষেত্রে সরকারি উদ্যোগ ছাড়া ভাবা যেত না। কিন্তু যত সময় যাচ্ছে ততই জনপ্রিয় হয়ে উঠছে বিলিয়েনিয়ার স্পেস রেস। আর এই লড়াইয়ে স্পেস এক্স, ভার্জিন গ্যালাক্টিকের মতো সংস্থার সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করে চলেছে ব্লু অরিজিন।