বমির দাম কোটি টাকা!

বমির দাম কোটি টাকা!

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ২৯ জুলাই, ২০২২

কোটি টাকা মূল্যের বিরল সমুদ্র-সম্পদ খুঁজে পেলেন একদল মৎস্যজীবী। তিমি মাছের বিলুপ্তপ্রায় এক প্রজাতি স্পার্ম হোয়েলের বমি! সমুদ্রেগর্ভে ভাসমান সেই বহুমূল্য বস্তুটি খুঁজে পাওয়ার পর মৎস্যজীবীরা তুলে দিয়েছেন উপকূল-পুলিশ কর্তৃপক্ষের হাতে। কেরলের তিরুঅনন্তপুরমের কাছে ভিজিনজাম এলাকার বাসিন্দা ওই মৎস্যজীবীরা মাছ ধরতে সমুদ্রে যান। উপকূল-পুলিশ জানিয়েছে, প্রায় ২৮ কেজি ৪০০ গ্রাম ওজনের অ্যাম্বারগ্রিস বা তিমি মাছের বমন পদার্থ উদ্ধার করেন তাঁরা। এই অ্যাম্বারগ্রিস প্রতি কেজি এক কোটি টাকা দরে আন্তর্জাতিক বাজারে। উপকূল পুলিশ কর্তৃপক্ষ মৎস্যজীবীদের কাছ থেকে সংগৃহীত ওই বস্তুটি বনদফতরের হাতে তুলে দিয়েছেন। বনদফতর জানিয়েছে, তারা ওই জিনিসটি সত্যিই অ্যাম্বারগ্রিস কি না, তা যাচাই করার জন্য আপাতত রাজীব গান্ধী সেন্টার ফর বায়োটেকনোলজিতে পাঠিয়েছে।