বরফে চাপা আগ্নেয়গিরি কীসের সঙ্কেত!

বরফে চাপা আগ্নেয়গিরি কীসের সঙ্কেত!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩১ মার্চ, ২০২২

এক সময় অ্যান্টার্কটিকা এবং গ্রিনল্যান্ডে শত শত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হতো। সম্প্রতি ৬৯টি ভয়াবহ আগ্নেয়গিরির সন্ধান পাওয়া গেছে। হিমযুগে এমন ভয়াবহ বিস্ফোরণ ঘটে যা আধুনিক ইতিহাসে কখনও দেখা যায়নি। এই গবেষণার পিছনে থাকা বিজ্ঞানীরা জানিয়েছেন, এর মাধ্যমে এই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত জলবায়ু পরিবর্তনের প্রতি পৃথিবীর সংবেদনশীলতা সম্পর্কে জানায যায়।
নতুন এই আবিষ্কারে দেখা গেছে হিমযুগে অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ডের আশেপাশে ৬৯টি আগ্নেয়গিরিতে ভয়াবহ বিস্ফোরণ হয়েছিল। যা আধুনিক ইতিহাসের যেকোনও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের চেয়ে অনেক বেশি বিপজ্জনক এবং ব্যাপক। কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ জানান, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত সাধারণত বিস্ফোরণ থেকে তৈরি হয়। যার মধ্যে কান ভাঙা বিস্ফোরণ, ঘন ও গাঢ় রঙের ছাই, বায়ুমণ্ডল ও তার ওপরে পৌঁছে ধোঁয়ার স্তর এবং মাটিতে বয়ে যাওয়া লাভার নদী।