বরফের আগ্নেয়গিরি প্লুটোয়

বরফের আগ্নেয়গিরি প্লুটোয়

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৯ এপ্রিল, ২০২২

গ্রহের তালিকা থেকে বাদ পড়লেও প্লুটো নিয়ে বিজ্ঞানমহলে আগ্রহের অভাব নেই। সম্প্রতি প্লুটোর বুকে লক্ষ্য করা গেছে বরফের আগ্নেয়গিরি। যা এক কথায় অত্যাশ্চর্য। জোরের সাথেই বিজ্ঞানীরা বলছেন, এই জিনিস মহাবিশ্বের আর কোথাও দেখেন নি তাঁরা বা আছে বলে জানাও নেই।
নিউ হরাইজন মিশনের তত্ত্বাবধানে করা এই গবেষণায় দেখা গেছে, প্লুটোর বুক জুড়ে রয়েছে পাহাড় টিলা গম্বুজ এবং অগ্নুৎপাতের জায়গা। প্লুটোতে এমনকি জলের মহাসমুদ্রও থাকবার কথা। প্লুটোর ভূ-তত্ত্বের বিশ্লেষণ করে মিলেছে এসব তথ্য। ক্রায়োভলক্যানিক অঞ্চলের হদিশও মিলেছে- বরফময় একটা ভূখণ্ড যেখানে নানা ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের সমাহার। আগামীদিনে প্লুটোর এই ভূ-বৈচিত্র মহাকাশবিজ্ঞানের নতুন নতুন গবেষণার দরজা খুলে দেবে।পুষ্ট করবে প্লুটো চর্চাকে।