বরফের ৬৫০ ফুট নীচে জল আলো ছাড়াই প্রাণের হদিশ

 বরফের ৬৫০ ফুট নীচে জল আলো ছাড়াই প্রাণের হদিশ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২ জানুয়ারী, ২০২২
জল নেই। নেই আলো। বাতাসও নেই। তবুও আন্টার্কটিকার একস্ট্রম আইসশেল্ফ বা বরফের পুরু চাঁড়রের নীচে ব্রিটেন ও জার্মানির জীব বিজ্ঞানীরা পেলেন বিরল প্রাণের হদিশ। বরফের প্রায় ৬৫০ ফুট নীচে অতল অন্ধকারে ৭৭টি প্রজাতির ক্ষুদ্রাতিক্ষুদ্র প্রাণীর হদিশ মিলেছে। পাওয়া গেছে কিছু অনুজীব।  সংশ্লিষ্ট গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা ‘কারেন্ট বায়োলজি’ তে। গবেষকরা ২০০৮ থেকে অনুসন্ধান চালিয়ে একস্ট্রম আইসশেল্ফের এক জায়গায় ১৯২ মিটার বা ৬৫০ ফুট খুঁড়ে ফেলেন। গবেষকরা সেই অন্ধকারের গভীর থেকে বহু প্রাণীর দেহাবশেষ উদ্ধার করেন। রেডিও কার্বন ডেটিং পদ্ধতিতে জানা যায় প্রাণীগুলি ৬ হাজার বছর আগে ছিল আন্টার্কটিকার পুরু বরফের চাঁঙড়ের নীচে। সে গভীর অন্ধকারেই টিকে রয়েছে তাদের উত্তর প্রজন্ম। ঐ গভীর আঁধারে প্রাণীগুলি বাঁচে কিছু শৈবাল খেয়ে। কিন্তু ঐ জল, বায়ু, আলোহীন পরিবেশে শৈবাল কীভাবে জন্মায় সেও এক রহস্য। যে রহস্যের জট ছাড়েনি এখনো।