বাঁশের ভেতর বাসা বাঁধছে নতুন ট্যারেন্টুলা

বাঁশের ভেতর বাসা বাঁধছে নতুন ট্যারেন্টুলা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৮ অক্টোবর, ২০২২

উত্তর থাইল্যান্ডে আবিষ্কৃত নতুন প্রজাতিকে মজা করে বিজ্ঞানীরা ডাকছেন ব্যাম্বুটুলা বলে। ল্যাটিন নাম টাকসিনাস ব্যাম্বুস।
থাইল্যান্ডের খন কায়েন বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞানী নারিন চোম্ফুফুয়াং বলছেন, বাঁশ গাছের সাথে জীবন জড়িয়ে আছে এমন প্রথম ট্যারান্টুলার প্রজাতি এটা। বাঁশের ফাঁপা কাণ্ডের ভেতর সহজেই বাসা তৈরি করতে পারে এরা। কিন্তু নিজেরা ঐ ফাঁপাল কাণ্ডে ঢুকতে পারে না। অন্য প্রাকৃতিক শক্তি অথবা স্থানীয় গুবরে পোকার তৈরি করা ফুঁটো দিয়ে তারা বাঁশের ভেতর প্রবেশ করে।
জুকিস পত্রিকায় গবেষণাপত্রটা প্রকাশিত হল। যদিও প্রোফেসর নারিনকে মাকড়সার এই বিশেষ প্রজাতির খবরটা দিয়েছিলেন একজন ইউটিউবার, নাম জোকো সিপ্পাওয়াট। তারপর নারিন ও তাঁর সহকারী গবেষক দল সদ্য খুঁজে পাওয়া ঐ ট্যারান্টুলাকে একেবারেই ভিন্ন প্রজাতির বলে চিহ্নিত করেন। এশিয়াতে গত ১০৪ বছরের মধ্যে এই প্রথমবার ট্যারান্টুলার কোনও নতুন প্রজাতির সন্ধান পাওয়া গেল।
প্রোফেসর নারিন বলছেন, থাইল্যান্ডের অধিকাংশ বন্য জীবজন্তু এখনও নথিভুক্ত নয়। যদিও এখন ঐ দেশটার মাত্র এক তৃতীয়াংশ জঙ্গলে ঢাকা। তাই যত দ্রুততার সাথে নতুন প্রাণী শনাক্ত করা যাবে, তাদের সংরক্ষণের কাজটাও তত ভালোভাবে হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + five =