বাঙালি দম্পতির নামে হাসপাতাল বানাচ্ছে আইআইএসসি

বাঙালি দম্পতির নামে হাসপাতাল বানাচ্ছে আইআইএসসি

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৯ ফেব্রুয়ারী, ২০২২

ভারতে বিজ্ঞান গবেষণায় অন্যতম প্রতিষ্ঠানের একটি দিকনির্দেশক প্রকল্পের সঙ্গে জুড়ে গেল এক বাঙালি দম্পতির নাম। এই প্রথম। বেঙ্গালুরুর ১১৩ বছরের গৌরবময় ঐতিহ্যবাহী ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি) এবার তৈরি করতে চলেছে ৮০০ শয্যার অত্যাধুনিক মাল্টি-স্পেশালিটি হাসপাতাল। ভারতে কোনও বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠানের এরকম উদ্যোগ প্রথমবার। সেই হাসপাতাল গড়ে তোলার জন্য ব্যক্তিগতভাবে অর্থসাহায্য করলেন আমেরিকায় থাকা এক বাঙালি দম্পতি সুব্রত ও সুস্মিতা বাগচি। যারা নিজেদের ফিলানথ্রোপিস্ট বলে পরিচয় দেন। তাদের উদ্যোগকে সম্মান জানাতে তাদের নামেই হাসপাতালের নাম করা হয়েছে, বাগচী-পার্থসারথী হাসপাতাল। হাসপাতাল গড়ে তোলার জন্য আর এক দম্পতির সঙ্গে যৌথভাবে বাগচী দম্পতি আইআইএসসি-কে দিয়েছেন ৪২৫ কোটি টাকা। গত ১৪ ফেব্রুয়ারি মউ স্বাক্ষর হয়েছে। হাসপাতাল তৈরি করবে আমদাবাদের একটি সংস্থা। তার সঙ্গে একটি পোস্ট-গ্র্যাজুয়েট মেডিক্যাল স্কুলও তৈরি করা হবে।