বাতাসে রেকর্ড পরিমাণ মিথেন নির্গমন গতবছর

বাতাসে রেকর্ড পরিমাণ মিথেন নির্গমন গতবছর

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১২ এপ্রিল, ২০২২

পৃথিবীর গড় তাপমাত্রা ১.৫ ডিগ্রি বেড়ে যাওয়া থামাতে বিশ্বজুড়ে চলছে নানারকমের আলোচনা, সম্মেলন। বাস্তব ছবিটা তুলে ধরল ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন (নোয়া)। তাদের এক সাম্প্রতিক রিপোর্ট জানিয়ে দিল ২০২১-এ পৃথিবীর আকাশে নির্গমন হয়েছে রেকর্ড পরিমাণ মিথেন গ্যাসের। কার্বন-ডাই-অক্সাইডের চেয়েও যে গ্যাস বাতাসে মিশলে দূষণ বেশি হয়! বিজ্ঞানীদের পর্যবেক্ষণে ১৯৮৩-র পর কোনও একটা বছরে এই পরিমাণ মিথেন গ্যাসের নিঃসরণ হয়নি। বিজ্ঞানীদের যন্ত্র জানাচ্ছে, গতবছর বাতাসে মিশেছে ৬৪০ মিলিয়ন টন মিথেন গ্যাস আর ৩৬ বিলিয়ন টন কার্বন-ডাই-অক্সাইড! নোয়া-র বিজ্ঞানীরা বিস্মিত যে, ১০০টা দেশের মিথেন ও কার্বন নিঃসরণ এই দশকের মধ্যে ৩০ শতাংশ কমিয়ে ফেলার শপথ নেওয়ার পরেই তাদের পরিমাপের যন্ত্রে এই পরিসংখ্যান ধরা পড়েছে। কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণের পরিমাণও গতবছর সাম্প্রতিককালে রেকর্ড তৈরি করেছে বলে নোয়া-র বিজ্ঞানীরা জানিয়েছেন। কে কমাবে পৃথিবীর গড় তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের বেড়ে যাওয়াকে!