বায়ুমণ্ডলীয় তথ্য জানতে এবার ড্রোন!

বায়ুমণ্ডলীয় তথ্য জানতে এবার ড্রোন!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১২ জুন, ২০২২

বায়ুমণ্ডলীয় তথ্য নিখুঁতভাবে জানার জন্য ভারতে এবার ড্রোন ব্যবহার করার পরিকল্পনা হয়েছে। জানিয়েছেন কেন্দ্রীয় ভূ-বিজ্ঞান মন্ত্রণালয়ের সচিব রবিচন্দ্রন। বর্তমানে দেশের বায়ুমণ্ডলীয় তথ্য জানার জন্য ‘ওয়েদার বেলুন’ ব্যবহার করা হয়। দেশজুড়ে অন্তত ৫৫টি জায়গা থেকে প্রত্যেকদিন দু’বার করে এই ‘ওয়েদার বেলুন’ আকাশে ছাড়া হয়। ওয়েদার বেলুনের মধ্যে থাকে সেন্সর। সেন্সরের মধ্যে ভরা থাকে রেডিওসোন্ডস। এই রেডিওসোন্ডস একটি টেলিমেট্রিক যন্ত্র যার সহায়তায় রেকর্ডিং হয় বায়ুর চাপ, তাপমাত্রা, হাওয়ার গতিবেগ ও তার অভিমুখ। হাইড্রোজেন ভরা এই ওয়েদার বেলুন মাটি থেকে ১২ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। মাটিতে রাখা থাকে বেলুনের রিসিভার। রেডিও সিগন্যালের সাহায্যে বেলুন বায়ুসম্পর্কিত সমস্ত তথ্য পাঠায়। কিন্তু ওয়েদার বেলুনের একটি সমস্যা পর্যবেক্ষণ করেছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া কেন্দ্রগুলি থেকে ছাড়ার পর ওয়েদার বেলুনগুলোকে উদ্ধার করা যায় না। হাওয়ার গতিবেগের সঙ্গে তারাও একসময় নিরুদ্দেশ হয়ে যায়। সেখান থেকেই ড্রোন ব্যবহারের পরিকল্পনা। ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্টও (আইএমডি) দেশের ৫৫০টি আবহাওয়া কেন্দ্র থেকে ওয়েদার বেলুনে রাখা রেডিওসোন্ডসের সহায়তায় আবহাওয়া সম্পর্কিত তথ্য সংগ্রহ করে এবং দেশের আবহাওয়ার ভবিষদ্বাণী করে।
আইএমডি-র পকিরল্পনা, ড্রোনের শক্তি, নিখুঁতভাবে তথ্য সংগ্রহ করার ক্ষমতা রেডিওসোন্ডসের চেয়ে বেশিই হবে। আর ড্রোনকে বেশি উঁচুতে উঠতেও হবে না। ৫ কিলোমিটার উচ্চতায় ড্রোনকে রেখে দিলেই তথ্য সংগ্রহ করা সম্ভব হবে। তাছাড়া ভূ-বিজ্ঞান মন্ত্রণালয়ের আধিকারিকদের মতে ড্রোন ব্যয়বহুল নয়। কাজ হয়ে গেলে ড্রোনকে উদ্ধার করা যায়। আর ওয়েদার বেলুনকে অন্তত দুই থেকে আড়াই ঘন্টা আকাশে থাকতে হয়। না হলে তার পক্ষে আবহাওয়া সম্পর্কিত তথ্য সংগ্রহ করা সম্ভব হয় না। সেই কাজটাই ড্রোন ৪০ মিনিট আকাশে থেকে করে দিতে পারবে বলে জানিয়েছেন আইএমডি-র আবহাওয়াবিদরা।