বন্য থেকে পোষ্য হওয়ার পর থেকে আমাদের দৈনন্দিন জীবনে বিড়াল এতটাই কাছাকাছি থাকে যে মনে হয় আমরা তাদের আচরণ ভালোভাবেই বুঝি। কিন্তু বাস্তবে বিড়ালের বেশিরভাগ মনের কথা আমাদের কানে ঠিকভাবে পৌঁছায় না। আমরা সাধারণত তাদের ম্যাঁও ডাকের দিকেই বেশি মনোযোগ দিই, কারণ এই শব্দটি জোরে শোনা যায় এবং প্রায়ই মানুষ এর লক্ষ্য। কিন্তু নতুন গবেষণা জানাচ্ছে, বিড়ালের আসল পরিচয় ও ব্যক্তিস্বাতন্ত্র্য লুকিয়ে থাকে তাদের গরগর শব্দে ।
গবেষণায় দেখা গেছে, বিড়ালের গরগর শব্দ সময়ের সঙ্গে খুব কম পরিবর্তিত হয়। পরিস্থিতি, মনের অবস্থা বা আবেগ এতে তেমন প্রভাব ফেলে না। বরং এটি নির্ভর করে বিড়ালের শারীরিক গঠন,গলার আকৃতি, শ্বাস-প্রশ্বাসের ছন্দ এবং বাতাস প্রবাহের উপর। ঠিক মানুষের আঙুলের ছাপের মতোই, প্রতিটি বিড়ালের গরগর শব্দ আলাদা এবং স্থায়ী। এই কারণে বিজ্ঞানীরা একে বলছেন “ভোকাল ফিঙ্গারপ্রিন্ট”বা কণ্ঠস্বরের আঙুলছাপ।
গবেষকরা শত শত গরগরানির ও ম্যাঁও শব্দ বিশ্লেষণ করেছেন আধুনিক ধ্বনি বিজ্ঞানের পদ্ধতি ব্যবহার করে। ফলাফল বলছে, গরগর শব্দের মাধ্যমে বিড়ালকে আলাদা করে চেনা অনেক সহজ। মাত্র একবারের গরগর শব্দ থেকেই নির্ভরযোগ্যভাবে বিড়ালকে শনাক্ত করা সম্ভব। অন্যদিকে ম্যাঁও ডাক অনেক বেশি পরিবর্তনশীল হওয়ায় এতে পরিচয় শনাক্ত করার ক্ষমতা তুলনামূলক কম।
ম্যাঁও ডাক অত্যন্ত নমনীয় ও পরিস্থিতিনির্ভর। ক্ষুধা, মনোযোগ আকর্ষণ, বিরক্তি বা আবেগ—প্রতিটি অবস্থার জন্য বিড়াল আলাদা ধরনের ম্যাঁও শব্দ ব্যবহার করে। মানুষের প্রতিক্রিয়া থেকে তারা দ্রুত শিখে নেয় কোন সুরে ডাকলে খাবার আসে, কোন স্বরে আদর মেলে। ফলে ম্যাঁও হয়ে ওঠে একটি কার্যকর যোগাযোগের হাতিয়ার, কিন্তু পরিচয়ের বাহক নয়।
অন্যদিকে গরগর শব্দের ব্যবহার শুরু হয় খুব ছোটবেলা থেকেই—মা ও শাবকের মধ্যে যোগাযোগের মাধ্যমে। এটি সাধারণত শান্ত, নিরাপদ ও ঘনিষ্ঠ মুহূর্তে শোনা যায়। তাই গরগর শব্দের স্থায়িত্ব বিড়ালের সামাজিক বন্ধন ও বিশ্বাসের গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয়।
গৃহপালিত জীবনের প্রভাব এখানে স্পষ্ট। বন্য বিড়ালদের কণ্ঠস্বর মোটের ওপর একরকম থাকে, কিন্তু মানুষের সঙ্গে বসবাস বিড়ালদের শব্দকে করেছে আরও অভিযোজিত ও কৌশলী। ম্যাঁও ডাক বদলেছে মানুষের সুবিধার জন্য, আর গরগর শব্দ রয়ে গেছে ব্যক্তিস্বাতন্ত্র্যের ধারক হিসেবে।
বিড়ালের ভাষা বুঝতে চাইলে শুধু জোরে শোনা ডাক নয়, এই নীরব কম্পনগুলোকেও গুরুত্ব দিতে হবে। কারণ ছোট শব্দের মধ্যেই লুকিয়ে থাকে গভীর অর্থ—বিশ্বাস, স্বস্তি আর সম্পর্কের ছাপ।
সূত্র :Meows encode less individual information than purrs and show greater variability in domestic than in wild cats by Danilo Russo, Anja Birgit Schild, et.al; published in the journal Scientific Reports, 9th December 2025.
