বিদ্যুৎকেন্দ্রের ফ্লাই অ্যাশ ব্যবহার করে কম কার্বনযুক্ত সিমেন্ট

বিদ্যুৎকেন্দ্রের ফ্লাই অ্যাশ ব্যবহার করে কম কার্বনযুক্ত সিমেন্ট

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৪ মে, ২০২৩

অস্ট্রেলিয়াতে ১২৫ মিলিয়ন ডলারের মহতী উদ্যোগ আরম্ভ হয়েছে। ‘গ্রিন সিমেন্ট ট্রান্সফরমেশন প্রোজেক্ট’। ভারি শিল্পক্ষেত্রের বর্জ্য ব্যবহার করে কম কার্বনযুক্ত সিমেন্ট উৎপাদনের পরিকল্পনা নেওয়া হল। দেশের মধ্য-উত্তর অংশে পোর্ট অগাস্টা অঞ্চলে প্রতিষ্ঠিত হবে এই কারখানা। হ্যালেট গ্রুপ নকশা আর নির্মাণের জন্য দরপত্র আহবান করেছে ইতিমধ্যেই।
এই প্রকল্পে আগাগোড়াই অপ্রচলিত শক্তির ব্যবহার করা হবে। কয়লা-নির্ভর পুরাতন বিদ্যুৎশক্তি উৎপাদনকেন্দ্রের পরিত্যক্ত বর্জ্য পদার্থ রিসাইকেল করার সুযোগও থাকবে।
যদিও বণ্টনকেন্দ্রে সম্প্রতি একটা দুর্ঘটনা ঘটে গেছে। অ্যাডিলেডে, ৪২ মিটার লম্বা ডোম সাইলো ভেঙে পড়েছে। কিন্তু কোম্পানি জানিয়েছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যেই বাকি নির্মাণকাজ সম্পূর্ণ হবে।
সংস্থার তরফ থেকে বিবৃতিতে জানানো হল, উৎপাদন কেন্দ্রের গম্বুজের শুধু বাইরের দিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সময় নষ্ট না করে প্রাথমিক নির্মাণকাজ শুরু হবে। ১৭০০০ টন কংক্রিট, ২০০০ টন স্টিল দিয়েই এই কম কার্বনযুক্ত সিমেন্টের কারখানা তৈরি হবে। তাতে ৫২০০০ টন সিমেন্ট উৎপাদন করে মজুত করা যাবে।