বিপন্ন দেশের জলাভূমি

বিপন্ন দেশের জলাভূমি

বিজ্ঞানভাষ
Posted on ৯ ফেব্রুয়ারী, ২০২২

বিপর্যস্ত অবস্থায় দেশের জলাভূমি অঞ্চল। গত সপ্তাহে ভারতের একটি জলাভূমির ম্যাপ প্রকাশ করেছে ইসরো। তাতে দেখানো হয়েছে, প্রাকৃতিক ও মানুষের তৈরি জলাভূমি মিলিয়ে দেশে মোট জলাভূমির সংখ্যা ছিল ২.৩ লক্ষ। ২০০৭ থেকে ২০১৮-এই ১১ বছরে সেই জলাভূমিগুলোর মধ্যে অদৃশ্য হয়ে গিয়েছে ১৩৪২টি! এর মধ্যে বুঁজিয়ে দেওয়া হয়েছে ২৪০টি প্রাকৃতিক জলাভূমি আর ৮৮৭টি মানুষের তৈরি কৃত্রিম জলাভূমি। এর বাইরে নতুন কিছু জলাভূমি তৈরি হয়েছে। তার অধিকাংশই মানুষের তৈরি কৃত্রিম জলাভূমি। এনপিসিএ-দেশে জলাভূমি সংরক্ষণের দায়িত্বে থাকা সংস্থার তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকার এবং দেশের রাজ্য সরকারগুলো যদি জলাভূমি সংরক্ষণে উদ্যোগ না নেয় তাহলে অদূর ভবিষ্যতে কিন্তু দেশের জলাভূমি নিশ্চিহ্ন হয়ে যাবে। বিপর্যস্ত হয়ে পড়বে ইকো-সিস্টেম। ২০১৭-য় এনপিসিএ-চিহ্নিত দেশের ১৬০টি জলাভূমির সংরক্ষণের জন্য ১২৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। কিন্তু সমস্যা অন্যত্র। রাজ্য সরকারগুলোর তরফে নজরদারিতে ফাঁকি থেকে যাচ্ছে বলে অভিযোগ করেছেন এনপিসিএ-র আধিকারিকরা।