বিরল অসুখে আক্রান্ত শিশুর মুখ বন্ধ হয় না!

বিরল অসুখে আক্রান্ত শিশুর মুখ বন্ধ হয় না!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩০ মে, ২০২২

জন্মের পর থেকে ২৪ ঘন্টা ‘হাসিমুখ’ শিশুটির। সেই হাসিমুখের ছবি দেখে নেটদুনিয়া আনন্দে গদগদ! কিন্তু শিশুটির মা ক্রিস্টিনা ভারচার এবং বাবা ব্লেজ মুচারের হাসি চলে গিয়েছে! শুধু হাসি নয়,তাদের রাতের ঘুমও চলে গিয়েছে দুশ্চিন্তায়। কারণ শিশুটির হাসি সহজাত নয়। বিরল এক অসুখে সে আক্রান্ত জন্মের সময় থেকে। যে কারণে তার মুখ কখনওই বন্ধ হয় না!
অস্ট্রেলিয়ার আয়লা সামার মুচা। জন্ম হয়েছিল গত বছরের ডিসেম্বরে। জন্ম থেকেই মুখগহ্বরের এমন এক অসঙ্গতি যে মুখ সে বন্ধ করতে পারে না! তার মুখ পাকাপাকিভাবে ‘হাসিভরা হয়ে গিয়েছে! চিকিৎসকেরা জানিয়েছেন, ‘বাইল্যাটেরাল মাইক্রোস্টোমিয়া’ নামের এক বিরল জন্মগত অসঙ্গতিতে ভুগছে আয়লা। জন্মের পর নয়, গর্ভাবস্থা থেকেই তা ছিল। তবে ক্রিস্টিনা অন্তঃসত্ত্বা থাকাকালীন কোনও পরীক্ষাতেই সেই অসঙ্গতি ধরা পড়েনি। আমেরিকার একটি সংবাদমাধ্যমে ক্রিস্টিনা বলেন, “আমরা কেউই এধরনের অসঙ্গতির কথা শুনিনি। মাইক্রোস্টোমিয়া নিয়ে জন্মেছে, এমন কারও সঙ্গে দেখাও হয়নি। ফলে আমরা হতবাক।”
গবেষকদের দাবি এবং পরিসংখ্যানও জানাছে এখনও পর্যন্ত পৃথিবীতে আয়লা-র আগে মাত্র ১৪ জনের মধ্যে এই বিরল অসঙ্গতি ধরা পড়েছে!