বিরল প্রজাতির বেবি হাঙর- ঘোস্ট শার্ক

বিরল প্রজাতির বেবি হাঙর- ঘোস্ট শার্ক

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২১ ফেব্রুয়ারী, ২০২২

সম্প্রতি নিউজিল্যান্ডের দক্ষিণে দ্বীপ অঞ্চলে সমুদ্রের ১.২ কিমি গভীরে বিরল প্রজাতির সদ্যোজাত শিশু হাঙর আবিষ্কার করেছেন নিউজিল্যান্ডের বিজ্ঞানীরা। প্রাণীটি ঘোস্ট শার্ক বা ভূত হাঙর নামে অল্প পরিচিত। এদের আর একটি নাম চিমারা। এরা আসলে প্রকৃত হাঙর নয়, বরং একটি মাছের প্রজাতি। এদের কে বলা যায় কার্টিলাজিনাস। যার অর্থ এদের কঙ্কালটি তরুণাস্থি দিয়ে গঠিত। এবং এদের শরীর জলের ভেতর অদৃশ্য থাকে। প্রাণীটির বেশিরভাগ প্রজাতি গভীর সমুদ্রে বাস করে। কয়েকটি অবশ্য উপকূল অঞ্চলে থাকতে পছন্দ করে। বিজ্ঞানীদলের সদস্য ড. ব্রিট ফানুচ্চি বলেন, সমুদ্রের গভীরে প্রাণী সংখ্যা সম্পর্কিত গবেষণা করতে গিয়ে ঘটনাক্রমে হাঙরটি খুঁজে পান তারা। এমনিতে সমুদ্রের গভীরে ঘোস্ট শার্কের মতো প্রজাতির প্রাণী খুঁজে পাওয়া খানিক কঠিন। ফানুচ্চি আরো বলেন, তরুণ ঘোস্ট শার্করা প্রাপ্তবয়স্ক হওয়ার পর বিভিন্ন বৈশিষ্ট্য দেখা যেতে থাকে। কিশোরাবস্থায় এরা আলাদা আলাদা স্থানে বসবাস শুরু করে। প্রাপ্ত বয়স্ক ঘোস্ট শার্কের থেকে এই কিশোর ঘোস্ট শার্কদের খাদ্যাভ্যাস আলাদা হয়। এমনকি দেখতেও আলাদা হয়ে থাকে। তবে বিস্তারিত গবেষণার জন্যে অবশ্যই বেবি হাঙরের আরো কিছু প্রজাতি ও নমুনা নিয়ে তাদের টিস্যু ও জিনের নমুনা নেওয়া প্রয়োজন।