বিল গেটস আর কাতারের পরিবেশ বাঁচানোর যৌথ উদ্যোগ

বিল গেটস আর কাতারের পরিবেশ বাঁচানোর যৌথ উদ্যোগ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২ এপ্রিল, ২০২২

পৃথিবীর অন্যতম গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী দেশ কাতারের সঙ্গে যৌথভাবে পরিবেশকে দূষণের হাত থেকে বাঁচানোর উদ্যোগ নিল বিল গেটস ফাউন্ডেশন। তাদের লক্ষ্য মূলত কৃষিকার্যের পদ্ধতিতে প্রযুক্তির সহায়তায় এমনভাবে পরিবর্তন আনা যাতে বর্তমানের চরমভাবে পরিবর্তিত জলবায়ুর সঙ্গে মানিয়ে নিতে পারে চাষবাষের পদ্ধতি। এই প্রকল্পে যৌথভাবে খরচ করা হবে ২০০ মিলিয়ন মার্কিন ডলার। পরিবেশধর্মী চাষবাষের সঙ্গে খেয়াল রাখা হবে কর্মসংস্থানেরও। প্রাথমিকভাবে ঠিক হয়েছে সাব-সাহারা আফ্রিকায় এই প্রকল্প চালু করা হবে। গেটস ফাউন্ডেশনের তরফে চিফ এগজিকিউটিভ অফিসার মার্ক সুজম্যান জানিয়েছেন, তারা সেই সম্প্রদায়ের মানুষের পাশে এখন দাঁড়াতে চাইছেন যাদের জীবিকা মূলত কৃষিকাজের ওপর দাঁড়িয়ে এবং জলবায়ুর চরম পরিবর্তনের জন্য কৃষিকাজ ভীষণভাবে ব্যহত হচ্ছে। ভবিষ্যতেও যাতে জলবায়ুর পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিয়ে সেই মানুষগুলো নিজেদের ভাতের ব্যবস্থা করতে পারে সেই লক্ষ্যেই তারা এগোচ্ছেন।