বিশ্ব উষ্ণায়নে যে অঞ্চলের প্রবাল প্রাচীরা বেঁচে থাকবে

বিশ্ব উষ্ণায়নে যে অঞ্চলের প্রবাল প্রাচীরা বেঁচে থাকবে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৮ এপ্রিল, ২০২২

প্রবাল প্রাচীর শুধুমাত্র সমুদ্রের বিস্ময় নয়। বিশ্বজুড়ে সমুদ্রের অন্যতম প্রধান ইকোসিস্টেম প্রবাল প্রাচীর। কিন্তু বিশ্ব উষ্ণায়নে সমুদ্রের জলের উত্তাপ যেভাবে বেড়ে যাছে তাতে বিজ্ঞানীদের মনে হচ্ছে এই গ্রহে বিপন্ন হয়ে পড়া যতগুলো ইকোসিস্টেম রয়েছে তার মধ্যে প্রবাল প্রাচীর অন্যতম। ইলিয়ানা কোলেট, প্রবাল নিয়ে গবেষণা করা একজন গবেষক। তার হতাশা, যেভাবে সমুদ্রের জল গরম হচ্ছে তাতে পৃথিবীর খুব অঞ্চলের কোরালই অদূর ভবিষ্যতে বেঁচে থাকবে। কোলেটের হিসেবে অনুযায়ী আগামীদিনে ১০ থেকে ৩০ শতাংশ প্রবাল প্রাচীর বেঁচে থাকবে। বাকি সব নিশ্চিহ্ন হয়ে যাবে। বিজ্ঞানীদের বিশ্লষণে, কিউবার উত্তর, বাহামা দ্বীপপুঞ্জ, ডোমিনিকান রিপাবলিক, হাইতি, জামাইকার পূর্বদিক এবং ফ্লোরিডা-এই কয়েকটি দেশের সংলগ্ন সমুদ্রের গভীরে থাকা প্রবাল প্রাচীরগুলো বেঁচে থাকবে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। প্রবাল প্রাচীর নিয়ে তাদের গবেষণা প্রকাশিত হয়েছে গ্লোবাল চেঞ্জ বায়োলজি জার্নালে।