বিশ্বের প্রথম ভাসমান শহর

বিশ্বের প্রথম ভাসমান শহর

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২ জুলাই, ২০২৩

ভাসমান বাজার, রেস্তরাঁর কথা হয়তো শুনেছেন আপনি। কিন্তু আস্ত শহরটাই জলের ওপর ভাসমান – এমন কথা বোধহয় শোনেন নি। এমনই আপাত অবিশ্বাস্য শহরের কথা এবার সত্যি হতে চলেছে। বিশ্বের প্রথম ভাসমান শহর নির্মাণের কাজ শুরু হয়েছে। দক্ষিন কোরিয়ার বুসানে এই শহর নির্মাণের কাজ শুরু হয়েছে। এই শহর সম্পূর্ণ ভাবেই জলের ওপর ভাসবে। এই প্রজেক্টের নাম রাখা হয়েছে ‘ওশিয়ানিক্স’। পৃথিবীতে জনসংখ্যার দ্রুত বৃদ্ধির সাথে তাল মিলিয়ে ভূমি পাওয়া সম্ভব হচ্ছে না আর। কেননা বসবাসযোগ্য জমির অত্যন্ত টানাটানি। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের জেরে নানা সঙ্কটের মুখোমুখি হতে হচ্ছে আমাদের। জলের ওপর শহর গড়ে উঠলে একদিকে যেমন জলাশয় সম্পূর্ণ ধ্বংস করে শহর গড়তে হচ্ছে এমন নয়, ফলে পরিবেশ ক্ষতির হাত থেকে অনেকটাই বাঁচে। আবার স্থলভাগ বা ভূমিরও প্রয়োজন হলো না।

২০২৫ সাল নাগাদ শহরটি বাসযোগ্য হয়ে উঠবে। শহর নির্মাণের খরচ প্রায় ২০০ মিলিয়ন ডলার। ভাসমান শহর বলেই কোনো বিল্ডিংই ৭ তলার বেশি উঁচু হবে না। আর নির্মাণ কাজ হবে সম্পূর্ণভাবে চুনাপাথর দিয়ে। পরিকল্পনা রয়েছে প্রাথমিক ভাবে ১২ হাজার মানুষের বাসভূমি হবে এই শহর। তবে পরে ভবিষ্যতে এই শহরে লক্ষাধিক মানুষ বাস করতে পারবেন।