বিশ্বের মোট কয়লা বিদ্যুৎ কেন্দ্রের অর্ধেক চিনে!

বিশ্বের মোট কয়লা বিদ্যুৎ কেন্দ্রের অর্ধেক চিনে!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৯ এপ্রিল, ২০২২

গতবছর গ্লসগোয় ক্লাইমেট চেঞ্জ সামিটে ২০০টি দেশ সম্মত হয়েছিল কয়লার ব্যবহার কমানোয়। কোথায় কী! পরিসংখ্যান জানাচ্ছে গতবছরই বিশ্বে মোট নতুন কয়লা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের অর্ধেক তৈরি হয়েছে চিনে! গতবছরের হিসেব অনুযায়ী পৃথিবীর ২০টি দেশে যতগুলো নতুন কয়লা উৎপাদন কেন্দ্র তৈরি হচ্ছিল সেখান থেকে ১৭৬ গিগাওয়াট কয়লা উৎপাদিত হবে। দেখা গিয়েছে তার ৫২ শতাংশ কয়লা উৎপাদন শুধু চিনেই হচ্ছে। তার সঙ্গে এশিয়ায়ও উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছে নতুন কয়লা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ক্লিন এয়ারের তরফে বলা হয়েছে, এই বিষয়ে চিন অদ্ভূত আচরণ করছে। সরকারিভাবে বলা হচ্ছে দেশের সমস্ত নতুন কয়লা উৎপাদন কেন্দ্রের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে পরিবেশকে দূষণের হাত থেকে বাঁচাতে। অথচ চিনের সংস্থাগুলো একের পর এক কয়লা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরির অসমাপ্ত কাজ শুরু করেছে এবং আরও নতুন কেন্দ্র তৈরির ঘোষণা করছে। সংস্থাটির রিপোর্টে আরও বলা হয়েছে, গতবছর রেকর্ড পরিমাণ কয়লা পুড়েছে। কয়লা খনির কোম্পানিগুলোর আকাশছোঁয়া লাভও হয়েছে বলে জানা গিয়েছে। বিশ্ব উষ্ণায়নের কমার সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে যাচ্ছে চিনের জন্য!